১০৮ হাইভোল্টেজ পুর নির্বাচন, কোন কোন জেলায়?
নিউজ ডেস্ক – ১২ই ফেব্রুয়ারি সদ্য সমাপ্ত হয়েছে রাজ্যের ৪ পুর কেন্দ্রের নির্বাচন। বিধাননগর, শিলিগুড়ি , আসানসোল ও চন্দননগরের প্রত্যেকটি জায়গায় নিরঙ্কুশ জয় লাভ করেছে তৃণমূল কংগ্রেস। তবে শুধু এই নির্বাচন নয় এখনো বাকি রয়েছে আরও ১০৮ পুরভোট। রাজ্য পুলিশের উপস্থিতিতেই করা হবে সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ পর্ব।
১০৮ পুর নির্বাচন রয়েছে :-
জেলা: দার্জিলিং (১) – পুরসভা: দার্জিলিং
জেলা: কোচবিহার (৬) -পুরসভা: কোচবিহার, তুফানগঞ্জ, দিনহাটা, মাথাভাঙা, মেখলিগঞ্জ, হলদিবাড়ি
জেলা: আলিপুরদুয়ার (২) – পুরসভা: আলিপুরদুয়ার, ফালাকাটা
জেলা: জলপাইগুড়ি (৩) – পুরসভা: মাল, জলপাইগুড়ি, ময়নাগুড়ি
জেলা: উত্তর দিনাজপুর (৩) – পুরসভা: কালিয়াগঞ্জ, ইসলামপুর, ডালখোলা
জেলা: দক্ষিণ দিনাজপুর (২) – পুরসভা: বালুরঘাট, গঙ্গারামপুর
জেলা: মালদা (২)- পুরসভা: ইংরেজবাজার, ওল্ড মালদা
জেলা: মুর্শিদাবাদ (৭)- পুরসভা: মুর্শিদাবাদ, জিয়াগঞ্জ-আজিমগঞ্জ, কান্দি, জঙ্গিপুর, ধুলিয়ান, বেলডাঙা, বহরমপুর
জেলা: নদিয়া (১০)- পুরসভা: নবদ্বীপ, শান্তিপুর, রানাঘাট, বীরনগর, কল্যাণী, গয়েশপুর, তাহেরপুর নোটিফায়েড এরিয়া, হরিণঘাটা, চাকদা, কৃষ্ণনগর
জেলা: উত্তর ২৪ পরগনা (২৫)- পুরসভা: কাঁচরাপাড়া, হালিশহর, নৈহাটি, ভাটপাড়া, গাড়ুলিয়া, উত্তর ব্যারাকপুর, ব্যারাকপুর, টিটাগড়, খড়দা, কামারহাটি, বরানগর, উত্তর দমদম, বনগাঁ, গোবরডাঙা, বারাসাত, বসিরহাট, বাদুড়িয়া, টাকি, নিউ ব্যারাকপুর, মধ্যমগ্রাম, দক্ষিণ দমদম (২৯ নম্বর ওয়ার্ডে ভোট হচ্ছে না), দমদম, অশোকনগর-কল্যাণগড়, পানিহাটি, হাবড়া।
জেলা: দক্ষিণ ২৪ পরগনা (৬)- পুরসভা: বজবজ, বারুইপুর, রাজপুর-সোনারপুর, জয়নগর-মজিলপুর, মহেশতলা, ডায়মন্ডহারবার
জেলা: হাওড়া (১)- পুরসভা: উলুবেড়িয়া
জেলা: হুগলি (১২)- পুরসভা: হুগলি-চুঁচুড়া, বাঁশবেড়িয়া, বৈদ্যবাটি, শ্রীরামপুর, চাঁপদানি, ভদ্রেশ্বর, রিষড়া, কোন্নগর, আরামবাগ, উত্তরপাড়া-কোতরং, তারকেশ্বর, ডানকুনি
জেলা: পূর্ব মেদিনীপুর (২)- পুরসভা: তমলুক, কাঁথি, এগরা
জেলা: পশ্চিম মেদিনীপুর (৭)- পুরসভা: চন্দ্রকোণা, রামজীবনপুর, ক্ষীরপাই, খড়ার, খড়গপুর, ঘাটাল, মেদিনীপুর
জেলা: ঝাড়গ্রাম (১)- পুরসভা: ঝাড়গ্রাম
জেলা: পুরুলিয়া (৩)- পুরসভা: পুরুলিয়া, ঝালদা, রঘুনাথপুর
জেলা: বাঁকুড়া (৩) -পুরসভা: বাঁকুড়া, বিষ্ণুপুর, সোনামুখী
জেলা: পূর্ব বর্ধমান (৬) – পুরসভা: কালনা, কাটোয়া, দাঁইহাট, মেমারি, গুসকরা, বর্ধমান
জেলা: বীরভূম (৫) -পুরসভা: সিউড়ি, রামপুরহাট, বোলপুর, সাঁইথিয়া, দুবরাজপুর।