সারোগেসি থেকে সিঙ্গল ফাদার, ‘বাবা বেবি ও’-র প্রথম পোস্টার দৃষ্টি কাড়ছে দর্শকদের
সৌমি হরিঃ – বাবা হওয়া অত সোজা নয়। তাও সারোগেসির সাহায্যে বাবা হয়ে গেলেন যিশু সেনগুপ্ত। এক জন নয়, এক্কেবারে দুই একরত্তির বাবা। ‘সিঙ্গল ফাদার’ বলে কথা। এক হাতে দুই শিশুকে সামলানো কি মুখের কথা! তার উপরে যদি এমন এক মহিলার প্রেমে পড়েন যিনি শিশুদের দেখেই দূরে পালান। সব মিলিয়ে কঠিন তো বটেই। তবে এই কঠিন পথ চলা দৃশ্য সহজ ভাবে সকলের সামনে তুলে ধরেছেন জিনিয়া সেনের লেখনীতে অরিত্র মুখোপাধ্যায়ের পরিচালনায় উইন্ডোজ প্রোডাকশন। ২৩ জানুয়ারি মুক্তি পেল ‘বাবা বেবি ও’-র অফিশিয়াল ট্রেলার।
ছবিতে একজন সারোগেট বাবার চরিত্রে দেখা যাবে যিশু সেনগুপ্তকে। তাঁর চরিত্রের নাম মেঘরোদ্দুর চট্টোপাধ্যায় । দু‘জন পৃথক মায়ের দুই সন্তানের বাবা হয়েছে সে । আর তাতেই খুশি । কোনদিনই দাম্পত্য জীবনের না জড়িয়ে শিশুদের নিয়ে দিব্যি পথ চলার স্বপ্ন দেখেছিলেন তিনি। কিন্তু হঠাৎই তার জীবনে প্রেমের আগুন নিয়ে আসে বৃষ্টি রায় ৷ এই চরিত্রে দেখা যাচ্ছে শোলাঙ্কি রায়কে । সুতরাং বৃষ্টির সঙ্গে যদি মেঘরোদ্দুরের বিয়েটা হয়, তাহলে বৃষ্টিকে সংসার করতে হবে স্বামী ও তার দুই সারোগেট সন্তানকে নিয়ে । এটা একজন মেয়ের পক্ষে বেশ চ্যালেঞ্জিং । এই দিকটাকেই তুলে ধরা হয়েছে ছবিতে । পাশাপাশি দুই সারোগেট শিশুর রিয়েল স্টোরি এই ছবির উপজীব্য।
কাহিনী প্রসঙ্গে জিনিয়া সেন বলেন, “আমার দাদা একজন সিঙ্গল ফাদার । ২০২০-সালে লকডাউনে দাদা সারোগেসির মাধ্যমে বাবা হয়েছেন । আমার এই গল্পের ভাবনা শুরু দাদাকে দেখেই। এখন এভাবে বাবা হওয়ার ঘটনা আমাদের নজরে আসে প্রায়ই । প্রিয়াঙ্কা চোপড়া, প্রীতি জিন্টা সাম্প্রতিক নিদর্শন । যাদের ধরো বিয়ে করার ইচ্ছে নেই বা সঠিক মানুষ খুঁজে পাচ্ছে না বিয়ে করার জন্য, অথচ তাদের মনে হয় সময় বয়ে যাচ্ছে, তারা এই সন্তান আনে । এবার যদি তারা বাচ্চা আনার পরে প্রেমে পড়ে কিংবা বিয়ে করে তখন যে মেয়েটি আসবে তাকে কিন্তু ওই ভদ্রলোককে বাচ্চা সমেত গ্রহণ করতে হবে। যেটা একজন মেয়ের পক্ষে বেশ কঠিন বা চ্যালেঞ্জিং । মূলত এই দিকটাই তুলে ধরা হয়েছে গল্পে । মেঘরোদ্দুরও সন্তান নিয়ে আসার পর প্রেমে পরে বৃষ্টির। রিয়েল সারোগেট বাচ্চাদের উপর তৈরি এই ছবি । একইসঙ্গে প্রেমের ছবি বাবা বেবি ও..।”
যিশু সেনগুপ্ত বলেন, “প্রায় আড়াই বছর পর আমার বাংলা ছবি এটা । ট্রেলার এসে গিয়েছে । এ বার মুক্তির পালা । অপেক্ষায় আছি । প্রার্থনা করবেন বন্ধুরা যাতে সিনেমাটি সফলতা শিখরে উঠতে পারে’।
আবার শোলাঙ্কি বললেন, ‘দারুণ কনসেপ্ট নিয়ে এই ছবি । যিশুদার সঙ্গে আমার রসায়ন সকলের ভাল লাগবে বলে আশাবাদী আমি ‘। আর পরিচালক অরিত্র মুখোপাধ্যায়ের মতে, “এটা একটা পারিবারিক আনন্দের ছবি । একটি শক্তিশালী প্রেমের গল্প দেখার চেয়ে রোম্যান্সের মরশুম উদযাপন করার ভাল উপায় এর থেকে ভালো কী বা হতে পারে’!
ছবিতে অন্যান্য চরিত্রে রয়েছেন বিদীপ্তা চক্রবর্তী, রজত গঙ্গোপাধ্যায়, রেশমী সেন, গৌরব চট্টোপাধ্যায়, মৈনাক বন্দ্যোপাধ্যায় প্রমুখ । গান গেয়েছেন শোভন গঙ্গোপাধ্যায়, সুপার সিঙ্গার খ্যাত সঞ্চারী সেনগুপ্ত, বাংলাদেশের চমক হাসান । গান লিখেছেন চমক হাসান । সঙ্গীত পরিচালনায় অমিত-ঈশান । জিনিয়া সেনের কাহিনি ও চিত্রনাট্যে ছবির সংলাপ লিখেছেন সম্রাজ্ঞী বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে চলচ্চিত্রের অন্তর্গত গান দুটি সাড়া ফেলেছে দর্শক মন্ডলীতে। তবে এবার পুরো সিনেমা ‘বাবা বেবি ও…’ মুক্তির পালা ৪ঠা ফেব্রুয়ারি। এবারে এটাই দেখবার গানের মতো সিনেমাটি কতটা সফলতা পায়।