২০২২ সালে দাম্পত্য ও প্রেমের জীবন কেমন কাটবে সকল রাশির
নিউজ ডেস্ক – নতুন বছরের নতুন সংবাদ নিয়ে সকলের সামনে উপস্থিত হয় একটি নতুন শুরু। সুতরাং সেই কারণেই নতুন বছরে কোন রাশির জাতক-জাতিকাদের দাম্পত্য জীবন কিংবা প্রেমের জীবন কেমন কাটবে সেটিও বলা থাকে জ্যোতিষ শাস্ত্রে। কারণ দুটি সম্পূর্ণ পৃথক মানুষ একসঙ্গে সারা জীবন পথ অঙ্গীকার নিয়ে থাকে। সেই ক্ষেত্রে কার জীবনের ক্ষেত্রে কে উপযুক্ত সেটাও বলে দিতে পারে একমাত্র জ্যোতিশাস্ত্র। ঠিক সেইভাবেই জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে জানা যেতে পারে দাম্পত্য জীবনের সম্পর্ক কেমন হবে। দেশে এভাবেই রাশি গুলির উপর পর্যালোচনা করে জ্যোতিষশাস্ত্র জানিয়েছে সেই তথ্য।
১) মেষ ও মিথুন রাশি – কোন রাশির বিশ্লেষণ করতে গেলে আগে তার অধিপতির কথা জানতে হয়। ঠিক সেইভাবেই মেষ রাশির অধিপতি হচ্ছে মঙ্গল এবং মিথুন রাশির অধিপতি বুধ। মেষ রাশির ক্ষেত্রে সৃজনশীলতা শক্তির অধিকারী জাতকরা বন্ধুত্ব ও শত্রুতা দুই সমান তালে তাল মিলিয়ে চালাতে পারে। আবার মিথুন রাশির জাতক-জাতিকারা অন্যের সিদ্ধান্ত এবং মূল্যবোধের সম্মান দিতে জানে। এই দুই রাশির জাতক-জাতিকাদের নতুন বছরে বিশেষ সম্পর্ক গড়ে ওঠার প্রবণতা রয়েছে।

২) বৃষ, মকর ও কন্যা রাশি — এই তিন রাশির সঙ্গে তিন রাশির সম্পর্ক হওয়া সম্ভব। কারণ জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বলা হচ্ছে প্রতিটি কাজ ভালোভাবে সম্পন্ন করে থাকে বৃষ রাশি। আবার সম্পর্কের প্রতি অধিক চিন্তাশীল হয় মকর রাশি। এছাড়াও মকর ও বৃষ রাশি একে অপরকে খুব ভালো করে। সুতরাং এই দুই রাশির জাতক-জাতিকাদের মধ্যে সম্পর্ক স্থাপন করা সম্ভব। আবার কন্যা রাশি হচ্ছে পৃথিবী তত্ত্ব দ্বারা চালিত এবং যথার্থ তাকে স্বীকার করে নিতে পারে। সেই কারণে দৃশ্য মকর রাশির সঙ্গে কোন রাশির জাতক-জাতিকাদের সম্পর্ক হলে শুভ হবে।
৩) কর্কট ও বৃশ্চিক রাশি — কর্কট রাশির জাতক-জাতিকারা অত্যন্ত সংবেদনশীল আবেগপ্রবণ হয়ে থাকে। তাই এদের সর্বদা নিরাপদে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে খরকুটো বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের মধ্যে একটি বোঝাপড়ার নিবিড় সম্পর্ক রয়েছে। তাই এই দুই রাশি জুটি হলে খুব ভাল।
৪) সিংহ ও ধনু রাশি — সিংহ রাশির অধিপতি হচ্ছে সূর্য। সেই কারণে বরাবরই সূর্যের তেজ এর মতই এই রাশির জাতক-জাতিকাদের স্বভাবে প্রচুর পরিমাণে আশা, অনুশাসন ও নেতৃত্বের ক্ষমতা থাকে। সেই ক্ষেত্রে সিংহ রাশি অনেক সময় ধনু রাশি কে সম্মান করে । তাই সিংহ ও ধনু রাশির সম্পর্ক হলে সেটি রাজযোটক।
৫) তুলা ও কুম্ভ রাশি — অন্যান্য রাসুল তুলনায় তুলা রাশির জাতক-জাতিকাদের মধ্যে মজাদার আকর্ষণ গুণ থাকার জন্য এরা সকলকে আকৃষ্ট করতে পারে। ঠিক সেইভাবেই কুম্ভ রাশির ক্ষেত্রে অধিকাংশ একই গুণ দেখা যায়। তাই এই দুই রাশির জাতক-জাতিকাদের মিল হওয়া সম্ভব।
৬) মিন , কর্কট ও বৃশ্চিক রাশি — এই রাশির জাতক-জাতিকারা প্রেমের আবেগ ও সৃজনশীলতার পরিপূর্ণ হয়। সেই ক্ষেত্রে আবেগপ্রবণ রাশির জাতকরা কর্কট ও বৃশ্চিক রাশির কাছ থেকে সামঞ্জস্যহীন সম্পর্ক গড়ে তোলার সুযোগ পেতে পারে। এক্ষেত্রে মিন, কর্কট ও বৃশ্চিক রাশির মধ্যে যেকোনো দুটি রাশির সন্তোষজনক সম্পর্ক গড়ে ওঠার প্রবণতা রয়েছে।