বেজির সামনেও কেন পরাস্ত হয় বিষধর সাপ ভেবে দেখেছেন?
নিউজ ডেস্ক – অনেকেই কথায় বলে থাকে সাপে-নেউলের সম্পর্ক। কারণ কোনদিনই সাপ আর নেউলের মধ্যে সম্পর্ক তৈরি হয় না। কিন্তু শুধুমাত্র সাপের শত্রুই কেন ভয় নেই এ পর্যন্ত হয়তো অনেকের মনেই থাকতে পারে। সেই ক্ষেত্রে বলতে হবে সব সাধারণত কাউকে প্রথমে আক্রমণ করেন আর যদি না কেউ তাকে আক্রমণ বা বিরক্ত করে। অনেক সময় দেখা গিয়েছে যে বেজি সাপ কে নিজের শিকারের বস্তু বা খাবার হিসেবে দেখে বা কোনো সময় নিজেকে বা নিজের বাচ্চাদের বাঁচানোর জন্য সাপের উপর আক্রমণ করে থাকে। তাই শাপ বেজিকে তার জীবনের জন্য ঝুঁকিপূর্ণ ভেবে নিজের আত্মরক্ষার জন্য বেজির উপর আক্রমন করে কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই পরাস্ত হয় সাপ।

বেজির সামনে কেন পরাস্ত হচ্ছে একটা বিষধর সাপ। এর উত্তরে বলা যায় বেজি শরীরে থাকে এক ধরনের অ্যান্টি বডি যার নাম নিকোটিনিক অ্যাসিটাইল কোলিন রিসেপ্টর। যার কারণে বিষধর সাপের বিষ বেজি শরীরে জমাট বাঁধে না। এছাড়াও বেজির চামড়া মোটা হওয়ার অনেক ক্ষেত্রে সাপ ভালো করে কামড় দিয়ে তার বিষ প্রবেশ করাতে অক্ষম হয়। তবে বেজির শরীরে যদি অ্যান্টিবডির ভালো করে কাজ না করে সেই ক্ষেত্রে বিরূপ প্রতিক্রিয়া ঘটে মৃত্যু হতে পারে।
অন্যদিকে বিশেষজ্ঞদের মতে বেজি শরীরে অ্যান্টিবডি থাকার কারণে সাপের বিষে এ-নিউরো টক্সিন বেরিয়ে শরীরে রক্ত জমাট বাঁধতে দেয় না। যেখানে অ্যাসিটাইল কোলিন হচ্ছে মানুষ সহজে কোন প্রাণীর দেহে এক ধরনের অর্গানিক ক্যামিকেল যেটি কিনা মস্তিষ্ক এবং শরীরের নিউরোট্রান্সমিটার হিসেবে কাজ করে। নিউরোট্রান্সমিটার হলো প্রাণীদেহের নিউক্যাসেলে এক ধরনের কেমিক্যাল সিগন্যাল বা মেসেজ পাঠায় শরীরের আরো বাকি সেল গুলোকে। সুতরাং সেই ক্ষেত্রে এই অ্যান্টিবডি একমাত্র বেশি সুবিধা থাকায় সাপের কামড়ে তার কিছু হয় না কিন্তু মানুষের শরীরে অ্যান্টিবডি অনুপস্থিতি থাকার কারণে মানুষের মৃত্যু হয়। তবে ঠিক কোন পরিস্থিতিতে পৌঁছালে সাপের কামড়া মৃত্যু হয় বেশি সেটিকে কেন্দ্র করে এখনো গবেষণা চালিয়ে যাচ্ছেন বিশেষজ্ঞরা।