Uncategorised

ভৌতিক স্থানে টেডি বিয়ার  বা কাপড়ের তৈরি পুতুল রেখে আসা হয়। মাদার টেরেসার জন্মভূমি সম্পর্কে কিছু অজানা তথ্য

নিউজ ডেস্ক:- বাংলা তথা সারা বিশ্বে পরিচিত মাদার টেরেসা। কোন দেশের মানুষ সবার জানা থাকলেও কোন দেশের বংশোদ্ভূত জানেন? আলবেনিয়া ইউরোপের দক্ষিণ-পূর্ব অবস্থিত গ্রিস ও মেসিডোনিয়ার পাশে অবস্থিত একটি ছোট দেশ। আলবেনিয়ার রাজধানী হল তিরানা। এখানকার মানুষের রঙ বে রঙের পোশাক পরিচ্ছদ, নানা রঙের ফুল ইউরোপের মহাদেশের অন্যান্য দেশ থেকে এ দেশকে ভিন্ন করে তোলে।

আলবানিয়া সম্পর্কে 12 টি অজানা তথ্য:

1. পুরো বিশ্বের কাছে এই দেশ আলবেনিয়া নামে পরিচিত হলেও এখানকার মানুষ দেশটিকে শিফেরি বলে ডাকে। আলবেনিয়া বাসীর ভিন্ন রকমের পোশাক পরিচ্ছদ এবং রাজধানীতে বিভিন্ন রকমের ফুল এই দেশকে অপূর্ব সুন্দর করে তুলেছে।

2. একসময় আলবেনিয়ায় তুর্কির অটোমান শাসন চললেও  1912 খ্রিস্টাব্দে তুর্কি থেকে আলবেনিয়া স্বাধীনতা অর্জন করে।

3. বাংলা তথা পুরো বিশ্বে পরিচিত নাম মাদার তেরেসা, যিনি একজন আলবেনিয়া বংশোদ্ভূত।1979 খ্রিস্টাব্দে তার মহান কাজের জন্য নোবেল প্রাইজ পান।

4. আলবেনিয়া ইউরোপের সবথেকে ঝুঁকিপূর্ণ দেশ। 2015 সালের ওয়ার্ল্ড রিক্স রিপোর্ট অনুযায়ী আলবেনিয়া হল ইউরোপের সবথেকে বেশি প্রাকৃতিক বিপর্যয় সংঘটিত দেশ।

5. ইউরোপের এই ক্ষুদ্রতম দেশ প্রায় 28 লক্ষ মানুষের বসবাস। আলবেনিয়ার সরকারি ভাষা আলবেনিয়ান। এছাড়াও গ্রিকদের ভাষা বেশ প্রচলিত।

6. মোট জনসংখ্যার 70 ভাগ মানুষ মুসলিম ধর্মালম্বী এবং 30 ভাগ মানুষ খ্রিস্টান ধর্মে বিশ্বাসী।

7. 1940  দশকে আলবেনিয়ায় কমিউনিস্ট দল গঠিত হয়। তখন বহিরাগত শত্রু  থেকে রক্ষার জন্য প্রচুর বাঙ্কার তৈরি করে। প্রায় সাড়ে সাত লক্ষ সৈনিক বাঙ্কার তখন তৈরি হয়েছিল। এখনও প্রায় সাড়ে পাঁচ কিলোমিটারের মধ্যে একটি করে বাঙ্কার অবশ্যই দেখতে পাওয়া যায়।

8. আলবেনিয়া ইউরোপের এমন একটি দেশ যে দেশ আজ পর্যন্ত একটিও অলিম্পিক মেডেল অর্জন করতে পারেনি।

9. 1951 সালে সোভিয়েত ইউনিয়ন নষ্ট হওয়ার ফলে আলবেনিয়ায় অর্থ সংকট দেখা যায় সেই দড়ান আলবেনিয়া থেকে প্রচুর পরিমাণে মানুষজন পার্শ্ববর্তী দেশে গিয়ে আশ্রয় নেয়। এখনও আলবেনিয়ার মানুষেরা বিদেশেই বসবাস করে।

10. এখানে শিক্ষার মাত্রা প্রায় 99%। এবং ইন্টারনেট ব্যবস্থা ভারতীয় ইন্টারনেট সুবিধা থেকে অনেক উন্নত।

11. এখানকার মানুষের হ্যাঁ এবং না বলার ভঙ্গি অনেকটা অন্যরকম। তারা যদি মাথা ডান দিক থেকে বাম দিকে ঘোড়ায় তাহলে সে হ্যাঁ বোঝাচ্ছে এবং যদি উপর নিচ করে তাহলে তার মানে না বোঝায়।

12. আলবেনিয়ার মানুষেরা ভৌতিক স্থানে টেডি বিয়ার  বা কাপড়ের তৈরি পুতুল রেখে আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *