Uncategorised

রাশির হেরাফেরিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে ভয় পান যে ৪ রাশির ব্যক্তিরা

নিউজ ডেস্ক  –   আজও আমাদের সমাজে বিবাহ বন্ধনকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়। কারণ বিবাহ হচ্ছে এমন একটি পবিত্র বন্ধন যার মাধ্যমে দুটি অচেনা ব্যক্তি সারা জীবনের জন্য আবদ্ধ হয় একটি বন্ধনে।  গণনা করে দেখা গেছে অধিকাংশ মানুষেরই কৌতুহল থাকে এই বিবাহ নিয়ে।  যার কারণে দেশের সিংহভাগ মানুষই আজ বিবাহিত।  কিন্তু এমনও কিছু ব্যক্তিদের উপস্থিতি লক্ষ্য করা যায় যাদের বিবাহের  প্রতি রয়েছে  যথেষ্ট অনীহা।  এর পেছনে ধরা হয়  রাশির হেরাফেরিকে। 

রাশির স্থানচ্যুতির জন্যই এই  সফল ব্যক্তিদের মধ্যে এমন আশঙ্কা সৃষ্টি হয় যার কারণে  যারা কোন   ব্যক্তির দায়িত্ব নিতে রীতিমতো অনীহা প্রকাশ করে।  জ্যোতিষ শাস্ত্র অনুসারে গ্রহ এবং নক্ষত্রের অবস্থানের উপর নির্ভর করেই বিয়ে হয়। তাই  রাশির কিছু পরিবর্তন ঘটার ফলে বেশকিছু মানুষ বিয়ের প্রতি আগ্রহ দেখায় না এমনটাই দাবি করেছেন জ্যোতির্বিজ্ঞান। এই বিশেষ বিষয়টি পরিলক্ষিত হয়েছে ৪ টি রাশির উপর।  

১) কন্যা রাশি  –    এই রাশির ব্যক্তিরা  মূলত  পরিপূর্ণতা বাদী মনোভাবের হয়ে থাকে।  অর্থাৎ এরা নিজেদের জীবন সঙ্গীকে সার্বিক দিক থেকে যেমন সুখী করতে চান ঠিক সেইভাবেই জীবন  সঙ্গীর কাছ থেকে একাধিক প্রত্যাশা থাকে। সেই কারণে সামনের জনের আশা পূরণ করার জন্য আগে নিজেরাই নিজেদের কিছুটা সময় দিয়ে থাকেন।  সুতরাং এই সকল চিন্তা ভাবনার  জন্য  দ্রুত বিয়ে করার সিদ্ধান্ত  নিতে পারেন না কন্যা রাশির ব্যক্তিরা।  পাশাপাশি পারফেক্ট জীবনসঙ্গী পাওয়ার জন্যও  ভীত মনোভাব কাজ করে তাদের ভেতরে। 

২) বৃশ্চিক রাশি  – বৃশ্চিক রাশির জাতক জাতকিরা সহজে  তাদের নিজেদের মনোভাব বহিরপ্রকাশ করতে পারেন না।  যার ফলে কোন জীবন সঙ্গী কে পছন্দ হলে কিংবা কাউকে ভালোবাসে তারাও খুব দেরি করে সেই  ভালোবাসা ব্যক্ত করতে। সুতরাং নিজেদের মনের ভাব প্রকাশ করতে করতেই এতটাই দেরি হয়ে যায় যার কারণে সঠিক জীবন সঙ্গী খুঁজতে তাদের অধিক সময় লাগে।   

৩) ধনু রাশি  –  এই রাশির জাতকরা স্বাধীনভাবে ঘুরতে পছন্দ করেন।   যার কারনে খুব  দ্রুত  তারা নিজেদের জীবনে অন্য কারোর  হস্তক্ষেপ পছন্দ করেন না।   তাই যথারীতি বিয়ে করতে এরা বিলম্ব করে।  

৪) মীন রাশি  –   মীন রাশির জাতক-জাতিকারা  কারোর সঙ্গে সহজে মিশে যেতে পারে না। তাই নিজেদের জীবনসঙ্গী খুঁজতে এদের যথেষ্ট সময় লাগে।  তবে একবার কারো সঙ্গেই হৃদয় সংযুক্ত হয়ে গেলে তারা  নিজের সর্বস্ব দিয়ে  তাকে খুশি রাখার চেষ্টা করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *