চীনের মতো সাপ ব্যাঙ খেয়ে বেড়াচ্ছে ইউরোপের যে দেশের মানুষরা
নিউজ ডেস্ক: চীনের খাওয়া দাওয়া নিয়ে সত্যি সারা পৃথিবীতে একাধিক কথা শোনা যায়। তবে জানেন কি চীনের মতো খাওয়ার দাওয়ার আরও এক দেশে হয়। ক্রোয়েশিয়া ইউরোপের দক্ষিণ-পূর্বাংশে অবস্থিত একটি ছোট দেশ যার সরকারি নাম রিপাবলিক অফ ক্রোয়েশিয়া। এই দেশের জনসংখ্যা প্রায় 42 হাজার 880 র কাছাকাছি।
ক্রোয়েশিয়া সম্পর্কে 10 টি অজানা তথ্য হল:
1.এই দেশ 2018 সালে ফিফা ওয়ার্ল্ড কাপে ফ্রান্সের বিরুদ্ধে ফাইনালে পৌঁছেছিল। এবং সেখান থেকে এই দেশ নিজেদের পরিচয় বিশ্বের সামনে তুলে ধরে।
2. ক্রোয়েশিয়ায় তিনভাগের একভাগ জুড়ে রয়েছে বনভূমি। দেশটিতে এমন কিছু বনাঞ্চল রয়েছে যেখানে এখনও কোনো মানুষের পা পড়েনি।
3. ক্রোয়েশীয় এই দেশের সরকারি ভাষা এই ভাষাটি লাতিন লিপির পরিবর্তিত সংস্করণ।
4. চীনের মতো কুরেশিয়ার মানুষেরা বিভিন্ন আজব জিনিস খেয়ে থাকে। এরা ব্যাঙ, ইঁদুর ছাড়াও অদ্ভুত কিছু জিনিস ভক্ষণ করে।
5. এই দেশের জল খুবই স্বচ্ছ। এবং দেশের আর একটি বিশেষত্ব হলো এখানকার গাছপালার সবুজ দৃশ্য, যা পর্যটকদের মন কেড়ে নেয়। আর সবথেকে সুন্দর জিনিস হলো এখানকার বায়ুপ্রবাহ খুবই মনোরম আর দূষণমুক্ত।
6. দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই দেশের এক লাখ 25 হাজারের মতো মানুষের মৃত্যু হয়।
7. এখানকার সৌন্দর্য এতটাই সুন্দর যে বিভিন্ন জনপ্রিয় হলিউড মুভি যেমন গেম অফ থ্রোনস, স্টার ওয়ার, কিংস ল্যান্ডিং ছবির শুটিং হয়েছে।
8. চাল থেকে চকলেট তৈরির পদ্ধতি এই দেশ পুরো দুনিয়া কে শিখিয়েছে। চকলেট উৎপাদনের দিক থেকে দেশ অন্যতম।
9. ক্রোয়েশিয়ায় মহান বিজ্ঞানী নিকোলা টেসলা জন্মগ্রহণ করে।
10. এখানকার মানুষ অনেক স্মার্ট হয় তারা ভিনদেশী ভাষা শিখতে অনেক পছন্দ করে।