কোন দেশের ৩০ শতাংশ মানুষ বিরাট ধনী জানেন?
নিউজ ডেস্ক:~ ভারতবর্ষের মোট জনসংখ্যার কত শতাংশ মানুষ ধন কুবের বলতে পারবেন? আসলে সংখ্যাটা বলতে গেলেই অনেকেই চাপে পরবেন। তবে কোনও দেশের কথা যেখানে দেশের ৩০ শতাংশ মানুষ ধন কুবের। 2.02 বর্গ কিমি আয়তন নিয়ে গঠিত মোনাকো দেশ পৃথিবীর সব থেকে ছোট দেশ গুলির মধ্যে দ্বিতীয় স্থান দখল করে আছে। আয়তনের দিক থেকে ছোট হলেও মোনাকো একটি ধনী দেশে যার জনসংখ্যা 2020 সালের জনগণনা অনুযায়ী মাত্র 39, 244 জন। মোনাকো দেশ ইউরোপের পশ্চিম প্রান্তে অবস্থিত।
মোনাকো দেশ সম্পর্কে অজানা তথ্য হলো–
1. মাত্র স্বল্প জনসংখ্যা নিয়ে গঠিত এই দেশের জনসংখ্যার প্রায় 30 শতাংশ মানুষ ধনকুবের। এবং এই দেশের দারিদ্রতার হার অনেক কম ।
2. মোনাকো দেশের তিন দিকে ফ্রান্স এবং একদিকে ভূমধ্যসাগর থাকায় প্রাচীনকাল থেকেই এই দেশটির ওপর ফ্রান্সের আধিপত্য গড়ে উঠেছিল। এই দেশে কোন প্রকার সেনাবাহিনী নেই সাধারণত ফ্রান্সের সেনাবাহিনী এই দেশের হয়ে কাজ করে।
3. আন্তর্জাতিক রেস প্রতিযোগিতা মোনাকো দেশে প্রতিবছর আয়োজন করা হয়। গাড়ির রেস প্রতিযোগিতা পছন্দ করে থাকেন তাহলে নিশ্চয়ই জানবেন ayrton senna একমাত্র ব্যক্তি যিনি ছয়বার গ্রান্ড প্রিক্স অ্জয়ী হয়েছেন।
4. মোনাকো এমন একটি দেশ যেখানে একটি ও বিমানবন্দর নেই। সম্ভবত আয়তনে ছোট হওয়ায় এই দেশটিতে প্লেন চলাচল এর অসুবিধা দেখা যায়।তাই এখানকার মানুষ বেশি হেলিকপ্টার ব্যবহার করে।
5. মোনাকো দেশ টি মানব উন্নয়ন সূচক হিসেবে প্রথম স্থান অধিকার করেছে।
6. কালজয়ী অভিনেতা জেমস বন্ডের তিনটি চলচ্চিত্রের শুটিং হয়েছিল monte-carlo ক্যাসিনোতে । এখানকার সুন্দর সুন্দর ক্যাসিনো সত্যিই প্রশংসার যোগ্য।
7. Monte-carlo ক্যাসিনো যেটি আজ থেকে 158 বছর আগে 1863 তে খোলা হয়েছিল।
8 মোনাকো দেশের একমাত্র প্রাকৃতিক সম্পদ হলো মাছ। তৎসত্ত্বেও জিডিপি দিক থেকে এটি বিশ্বের তৃতীয় বৃহত্তম দেশ।
9. মোনাকো দেশ অপরাধমূলক কাজ খুব কম হয়। কারণ এখানকার পুলিশের সংখ্যা অন্যান্য দেশের তুলনায় মাথাপিছু অনেক বেশি।
10. মোনাকো দেশ সে দেশকে জুয়া খেলার ও দেশ বলা হয়, এখানে বিপুল সংখ্যক ক্যাসিনো এবং তার মধ্যে জুয়া খেলার ব্যবস্থা বহু আগে থেকেই চলে আসছে। কিন্তু এখানকার স্থানীয় মানুষদের জুয়া খেলার কোন অনুমতি দেওয়া নেই সরকার থেকে।