নগ্নতাই মুক্তির প্রতীক পৃথিবীর এই শহরে
নিউজ ডেস্ক – বর্তমানে উন্নতির শিখরে পৌঁছে গিয়েছে গোটা বিশ্ব। পাশাপাশি আধুনিকতার ছোঁয়াও লেগেছে দেশগুলিতে। একদিকে যেমন পড়াশোনার উন্নতি হয়েছে সেরকমই অন্যদিকে পোষাক আশাকও যথেষ্ট আধুনিক হয়ে উঠেছে। তবে সমস্ত সীমানা লংঘন করে আদিযুগকে টেনে এনেছে প্যারিস। অর্থাৎ পরিষ্কার ভাষায় বলতে গেলে নগ্নতাই হলো এই দেশের প্রাধান্য।
জানা যায় প্যারিসে বহু আগে থেকেই ন্যুড পার্ক, ন্যুড সী বিচ, ন্যুড পুল ছিল। কিন্তু বর্তমানে এখন ন্যুড রেস্টুরেন্ট তৈরি করেছে প্যারিস সরকার। এই রেষ্টুরেন্টের নিয়ম অনুযায়ী যে সকল ব্যক্তি রেস্টুরেন্টের খাবার খেতে আগ্রহী তাদের প্রবেশের আগে সম্পূর্ণ হবে নগ্ন হতে হবে। তাহলেই রেস্টুরেন্টে প্রবেশাধিকারের অনুমতি পাবেন তারা। যদিও বাইরের লোকের কাছে এই নগ্নতা আর সম্পূর্ণ আড়াল করা থাকবে। রেস্টুরেন্টের খাবারের মূল্য শুরু হয় বাংলাদেশের অর্থের ভিত্তিতে ২৫০০ টাকা। একসঙ্গে ৪০ জন বসে এই রেস্টুরেন্টে খাদ্য গ্রহণ করতে পারবেন। এমন জনপ্রিয় রেস্টুরেন্টের নামটি হল ‘ও নেচার’। অর্থাৎ সম্পূর্ণ আধুনিক জগত থেকে বেরিয়ে প্রকৃতির সঙ্গে যুক্ত হয়ে রয়েছে রেস্টুরেন্ট। যে সকল ব্যক্তিরা এরকম নগ্নতার দেশে ভাসতে ইচ্ছুক তারা একবার হলেও প্যারিস ঘুরে আসতে পারে।