বেলেঘাটা বনেদী বাড়ির দুর্গা ‘কালো’, কিন্তু কেন? সেও এক রহস্য
নিউজ ডেস্কঃ বনেদি বাড়ির দুর্গা পুজোগুলির মধ্যে একটি আকর্ষণীয় দুর্গা পুজো হল বেলেঘাটার ভট্টাচার্য বাড়ির দুর্গা পুজো।এই বাড়িতে দুর্গা পুজো প্রচলন বহু বছরের।কলকাতায় অনেক বনেদি বাড়ির পুজো কথা আমরা শুনে থাকি যা খুব খ্যাতি লাভ করে।তবে ভট্টাচার্য বাড়ির দুর্গাপুজো সেভাবে খ্যাতি লাভ না করলেও তার আকর্ষণীয়তা কিন্তু কিছু কম নয় অন্যান্য বনেদি বাড়ির দুর্গাপুজোর থেকে।কারন এই বাড়ির পুজো আকর্ষণীয়তা লুকিয়ে থাকে মায়ের মূর্তিতে। সাধারণত আমরা সব জায়গায় মায়ের মূর্তির রঙ যেরকম দেখে থাকি তার থেকে একদমই আলাদা এই বাড়ির মা দুর্গার মূর্তির রঙ অর্থাৎ এই বাড়িতে মা দুর্গাকে ‘কালো রূপে’ পুজো করা হয়।তবে কেন এইরকম সেটা জানতে নিশ্চয় কৌতূহল হচ্ছে।এটা হওয়াটায় স্বাভাবিক।তাই আর দেরি না করে জেনে নিন বেলেঘাটার ভট্টাচার্য বাড়ির দুর্গা ‘কালো’, হওয়ার রহস্য।
জানা যায় যে ভট্টাচার্য বাড়িতে মা কালীর পুজো হত আগে।কিন্তু শ্রী হরিদেব ভট্টাচার্য স্বপ্নাদেশ পেয়ে শুরু করেন দুর্গাপুজো।আর স্বপ্নে আদেশের মা তাকে কালো দুর্গামূর্তি দিয়েই পুজো করতে হবে জানিয়ে ছিল। এই স্বপ্নাদেশ অনুযায়ী শুরু হয় ভট্টাচার্য বাড়িতে কালো দুর্গামূর্তির পুজো করা।যা আজও পর্যন্ত এই ঐতিহ্যকে বয়ে নিয়ে চলেছেন পরিবারের নতুন প্রজন্মেরা।সেই পুরনো রীতি রেওয়াজ মেনেই মায়ের আরাধনা করা হয় ভট্টাচার্য বাড়িতে।এখানে মায়ের রঙ কালো হলেও তাঁর চার সন্তানের গাত্র সাদা এবং মহিষাসুর সবুজ রঙের হয়। এখানে মা ভদ্রকালী রূপে পূজিতা হন।এবং তার সাথে এখানে মায়ের চার সন্তানের স্থানও আলাদা অর্থাৎ মায়ের ডান পাশে থাকেন লক্ষ্মীদেবী ও কার্তিক এবং বামপাশে থাকেন দেবী সরস্বতী এবং গণেশ।এছাড়াও কালিকা পুরাণ মতে ভট্টাচার্য বাড়ির এই পূজো সম্পন্ন হয়।