ডিফেন্স

চীন, পাকিস্তানের স্যাটেলাইট ধ্বংস করতে ভারতবর্ষের সার্ভিসে অ্যান্টি স্যাটেলাইট মিসাইল। শত্রুপক্ষকে কিভাবে আক্রমন করবে এই মিসাইল?

নিউজ ডেস্কঃ উন্নতদেশগুলি মতো ভারতও নিজেদেরকে শক্তিশালী বানানোর জন্য এক একটি উন্নতমানে প্রযুক্তি বানাচ্ছে।আর এই রকমই একটি প্রযুক্তি হল অ্যান্টি-স্যাটেলাইট মিসাইল। এই মিসাইল বানিয়ে আমেরিকা, রাশিয়া, চিন পরে বিশ্বের চতুর্থ স্থান অধিকার করে নিয়েছে ভারত।ইতিমধ্যে ভারতীয় এই অ্যান্টি-স্যাটেলাইট মিসাইলটি ৩০০ কিলোমিটার দূর থেকে ধ্বংস করল মহাকাশে একটি স্যাটেলাইটকে।সেই ঘোষণায় করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।তাই এবার এই  অ্যান্টি স্যাটেলাইট মিসাইল কি সেটা বিশদে জেনে নিন।

এই স্যাটেলাইট মিসাইলটি দেশের জন্য বড় অ্যাচিভমেন্ট এবং শত্রুদের জন্য বড় মাথাব্যাথার কারন।কারন এই অ্যান্টি স্যাটেলাইট মিসাইলের দ্বারা সামরিক ও প্রতিরক্ষার কারণে শত্রুপক্ষের স্যাটেলাইট অতি সহজেই ধ্বংস করে দিতে পারবে।তাই একটি অস্ত্র শত্রুপক্ষের ঘুম কেড়ে নিতে সক্ষম।কারন প্রতিটি দেশ তার দেশের বিভিন্ন কাজ করার জন্য মহাকাশে স্যাটেলাইট পাঠায়।ওই স্যাটেলাইটই যদি ধ্বংস হয়ে যায় তাহলে  দেশের বিভিন্ন কাজ ব্যহত হবে যার ফলে ওই দেশ দুর্বল হয়ে যাবে।আর এই  অ্যান্টি স্যাটেলাইট মিসাইলই হল সেই হাতিয়ার যাকে ব্যবহার করে যুদ্ধ পরিস্থিতিতে শত্রুপক্ষকে দুর্বল করা যাবে।

এই  অ্যান্টি স্যাটেলাইট মিসাইল বানিয়ে নজর কারলো ভারত।কারন  আমেরিকা, রাশিয়া, চিন পরে ভারতই এই অস্ত্র বানাতে সক্ষম হয়েছে। যার ইতিমিধ্যে পরীক্ষা করা হয়েছে এবং এই পরীক্ষায়ও সফলতাও লাভ করেছে ভারত। এই পরীক্ষার জন্য একটি স্যাটেলাইটকে  ৩০০ কিলোমিটার দূর থেকে ধ্বংস করা হয়েছে।তবে ওই ধ্বংস করা স্যাটেলাইটটি অন্য কোনও দেশের নয়। সেই স্যাটেলাইটটি ছিল ভারতের একটি কর্মহীন হয়ে পরা স্যাটেলাইট। যার কাজ শেষ হয়ে গেলেও সেটি মহাকাশে ছিল।তাই সেটিকেই এই পরীক্ষামূলক কাজে ব্যবহার ব্যবহার করেছে ভারত।

তবে এই অ্যান্টি স্যাটেলাইট  মিসাইলটি বানানো হলেও এখন পর্যন্ত কোন দেশেই এই অস্ত্রের ব্যবহার করেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *