অবাঞ্ছিত চুল দূর করবে চিনি
নিউজ ডেস্কঃ এই অবাঞ্ছিত চুল তুলতে কত কি না করতে হয় যেমন- পার্লারে যাওয়া বা বাইরে থেকে কোন প্রোডাক্ট কিনে আনা ইত্যাদি।তবে এখন আর এই অবাঞ্ছিত চুল তোলার বাইরে বেরনোরই দরকার নেই।কারন এই কাজ এমন আপনারা ঘরে বসের ঘরোয়া একটি উপকরণ দিয়ে অনায়াশে করতে পারবেন।এই উপকরনটি হল চিনি।এই চিনি দিয়ে অবাঞ্ছিত চুল দূর করার পাশাপাশি দাগ-বিহীন উজ্জ্বল ত্বক পান। তাহলে এবার জেনে নিন কিভাবে ব্যবহার করবেন।
এটি তৈরি করার জন্য একটি পাত্রে দু’কাপ চিনি নিয়ে তাতে ১ কাপ লেবুর রস এবং দু’কাপ জল নিয়ে ভালো করে মিশিয়ে ওই জলটিকে ফুটিয়ে নিন। তারপর ওই জলটি ফুটে উঠলে নামিয়ে ঠাণ্ডা করে নিন।তারপর একটু তুলো নিয়ে তাতে ওই মিশ্রণটি লাগিয়ে আপনাদের প্রয়োজনীও স্থানে মিশ্রণটি লাগিয়ে রেখে দিন। একটি বিষয় মাথায় রাখবেন যে যেদিকে রোমের গ্রোথ তার উল্টোদিক বরাবর লাগাতে হবে। তারপর ওই মিশ্রণটি শুকিয়ে গেলে আলতভাবে তুলে নিন এবং তোলার সময় শুকনো কাপড় ব্যবহার করুন। এই মিশ্রণ ব্যবহার করলে অবাঞ্ছিত চুল দূর হওয়ার পাশপাশি হেয়ার গ্রোথও ধীরে ধীরে কমতে থাকবে এবং ত্বকে উজ্জ্বলতা বৃদ্ধি পাবে।