দেশের পর দেশ ধ্বংস করে দিতে আরও ভয়ঙ্কর বম্বার সার্ভিসে নিয়ে আসতে চলেছে আমেরিকা। দেখুন সেই বিধ্বংসী বম্বারের ক্ষমতা
নিউজ ডেস্কঃ ঠাণ্ডা যুদ্ধের সময় থেকে এখনও পর্যন্ত রাশিয়া এবং আমেরিকা দুই দেশই যে একের এক ধ্বংসাত্মক অস্ত্র নিয়ে আসছে তা বলাই বাহুল্য। আর সেই কারনে পৃথিবীতে একাধিক দেশকে চাপের মুখেও পরতে হচ্ছে। বিশেষ করে যুদ্ধজাহাজ থেকে শুরু করে যুদ্ধবিমান। অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে এখনও পর্যন্ত প্রচুর পরিমানে যুদ্ধবিমান সার্ভিসে এসেছে, সত্যি কথা বলতে অনেক ধরনের বা অনেক ক্লাসের যুদ্ধবিমান সারিভসে এসেছে। তবে সবথেকে চিন্তার বিষয় যে যুদ্ধবিমান গুলি নিয়ে তাহল বম্বার।
এতোদিন আমেরিকার হাতে বি ওয়ান বি ল্যান্সার মতো যুদ্ধবিমান থেকে শুরু করে আরও যেসকল বম্বার ছিল তাতেই পৃথিবীর প্রচুর দেশকে কয়েক মিনিটে ধ্বংস করে দেওয়া সক্ষম। সেক্ষেত্রে আবারও নতুন এবং বিধ্বংসী বম্বার বিমান সামনে নিয়ে আসতে চলেছে আমেরিকা। বি ওয়ান ল্যন্সার এবং বি টু স্পিরিটের পর এবার বি ২১ রেইডার তারা সার্ভিসে আনতে চলেছে। বলা বাহুল্য যে এই বম্বারটি প্রায় ৩০,০০০ পাউন্ড বোমা বহন করতে সক্ষম অর্থাৎ ভবিষ্যতে পৃথিবীর বহু বড় বড় শহর মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিতে সক্ষম হবে আমেরিকা।