তালিবান ইস্যুর পর হটাৎ ই অজানা সংখ্যক ভয়ঙ্কর বন্দুক আসল ভারতবর্ষে
নিউজ ডেস্কঃ ভারতবর্ষের সাথে রশিয়ার কি কি বিষয়ে চুক্তি হয়েছে তা হচ্ছে তা সঠিকভাবে কিছুই সামনে আসছে না বা আনা হচ্ছে না। তার প্রধান কারন হল জাতীয় সুরক্ষা। সত্যি কথা বলতে কি কি চুক্তি এই কথা সামনে না এলে ভারতবর্ষের আখেরে লাভ। কারন শত্রুপক্ষ এই ব্যাপারটি সম্পর্কে অবগত হবেনা যে ভারতবর্ষ কতোটা শক্তিশালি।
বহু বছর ধরে ঝুলে থাকা AK-203 চুক্তি স্বাক্ষরিত হতে চলেছে রাশিয়া এবং ভারতবর্ষের মধ্যে। অন্যদিকে প্রথম ব্যাচের অজানা সংখ্যক AK-15 ডেলিভারি ভারতবর্ষের সেনাবাহিনী। সবচেয়ে বড় ব্যাপার এই চুক্তি কবে হল? কিভাবে হল? কত সংখ্যক AK-15 ক্রয় করা হয়েছে? তা কিছুই জানা যায় নি। শুধু জানা গেছে ভারতের স্পেশাল ফোর্সের জন্য এই রাইফেল ক্রয় করা হয়েছে। AK-15 এই মহূর্তে রাশিয়ান আর্মির কাছে থাকা সবচেয়ে ভাল এবং অত্যাধুনিক অ্যাসল্ট রাইফেল কিন্তু এর দাম অত্যন্ত বেশী।