বিরাট সমস্যা। ভারতবর্ষের বিমানের জন্য স্পেয়ার পার্টস পাওয়া যাচ্ছে না
নিউজ ডেস্কঃ ভারতবর্ষের বিমানবাহিনীর হাতে এমন কিছু বিমান আছে যা ৫ দশকের মতো সময় ধরে সার্ভিস দিয়ে আসছে। শুধু যুদ্ধবিমান নয় এর পাশাপাশি ট্রান্সপোর্ট বিমানের ও অবস্থা ঠিক একই। অর্থাৎ ভিন্টেজ আমলের এই যুদ্ধবিমান গুলি যে এখনও ভারতবর্ষের বিমানবাহিনীকে সার্ভিস দিয়ে আসছে তা বলাই বাহুল্য। কিন্তু সবথেকে অসুবিধার বিষয় হল এই বিমান গুলির পার্টস।
Hawker siddeley Hs 748 বিমান গুলি ১৯৬০ সালে অর্থাৎ আজ থেকে প্রায় ৬০ বছর আগে যা এখনও ভারতবর্ষের বিমানবাহিনীর সার্ভিসে আছে। বিমানবাহিনীর এই ট্র্যন্সপোর্ট বিমানটা ১৯৬০এর দশকে ভারতে আসে। অর্থাৎ মিগ-২১ এর সময়। ৬০বছর পুরোনো এই বিমান গুলির সার্ভিস লাইফ এখনও শেষ হয়নি। ২০১৮সালের রিপোর্ট অনুসারে ১লক্ষ কিমি লাইফ টাইমের মধ্যে এই বিমান গুলি গড়ে ৩০,০০০কিমি পর্যন্ত উড়েছে।এর প্রধান সমস্যা হল এর স্পেয়ার পার্টস আর পাওয়া যাচ্ছে না। তাই এগুলোকে নতুন ইঞ্জিন আর সেন্সর দিয়ে আপগ্রেড করা হতে চলেছে বলে হ্যলের মন্তব্য। এখন এটা আদৌ সত্য না হ্যলের ব্যবসার কথা বলা মুসকিল বলে মত সামরিক বিশেষজ্ঞদের একাংশের। বর্তমানে এর বেশির ভাগই গ্রাউন্ডেড রয়েছে। তবে এগুলো রিপ্লেস করা হতে চলেছে। ৫৬টি সি-২৯৫ ক্রয় করার জন্য টাটার সাথে মেক ইন ইন্ডিয়া নীতিতে চুক্তি হতে পারে। কিন্তু অনন্ত কাল ধরে সেই চুক্তি ঝুলে রয়েছে।যুদ্ধবিমানের ফ্লিটের সাথে এ্যওয়াক্সের গুরূত্ব পাকিস্তানের সাথে হওয়া সম্প্রতি আকাশ যুদ্ধ ভারতবর্ষ বুঝেছে। একই ভাবে ট্র্যন্সপোর্ট ফ্লিটের গুরূত্ব অতিমারি পরিস্থিতি আর চীনের সাথে সম্প্রতি ঝামেলাতে বিমানবাহিনী উপলব্ধি করতে পেরেছে।