ভারতের হাতে আসতে পারে এই আমেরিকার যুদ্ধবিমানটি। কিভাবে মিসাইল গুলির বিরুদ্ধে জবাব দিতে সক্ষম হয় এই বিমান গুলি?
নিউজ ডেস্কঃ ভারতবর্ষের নৌবাহিনীর হাতে প্রচুর পরিমাণে যুদ্ধবিমান আসতে চলেছে। কারন ভারতবর্ষের হাতে আসতে চলা দেশীয় প্রযুক্তির রণতরী অ্যান এন এস ভিক্রানের জন্য প্রচুর পরিমাণে যুদ্ধবিমান প্রয়োজন হবে। আর সেই কারনে ইতিমধ্যে ভারতবর্ষের নৌসেনার জন্য যুদ্ধবিমান অফার করা হয়েছে যার মধ্যে সুইডেন এবং ফ্রান্সের মতো দেশ রয়েছে। তবে আমেরিকার থেকে অফার করা যুদ্ধবিমানটি বেশ পছন্দের বেশ সামরিক বিশেষজ্ঞদের একাংশের।
এফ ১৮ হর্নেট। আমেরিকার নৌবাহিনীর সার্ভিসে থাকা যুদ্ধবিমানটি যেকোনো সময় সারা পৃথিবীর ঘুম ওড়াতে পারে। আমেরিকা ছাড়াও অস্ট্রেলিয়া এবং স্পেনের মতো দেশের কাছে এই যুদ্ধবিমান রয়েছে।
যুদ্ধবিমানটি ১৯৮০ এর দশকে। আমেরিকার নৌবাহিনী ব্যবহার না করলেও মেরিন কর্পস এখনও ব্যবহার করে এই যুদ্ধবিমানটি। যুদ্ধবিমানটি একজন ক্রু মেম্বার নিয়ে ২০০০কিমি/ ঘণ্টার গতিবেগে ৪০০০০ ফুট থেকে আক্রমণ শানাতে সক্ষম।