মাঝ আকাশে আওাক্স সাপোর্ট থেকে শুরু করে জ্বালানি ভরা। দেখে রাখুন ভবিষ্যতের যুদ্ধ যেমন হতে চলেছে
নিউজ ডেস্কঃ আধুনিক বিশ্বে যুদ্ধের ময়দান যা পালটাতে চলেছে তা বলাই বাহুল্য। একের পর এক টেকনোলোজি আসছে পৃথিবীর বহু দেশের হাতে। বিশেষ করে কিছু বছর যুদ্ধ মানুষ ছাড়াই হবে তা ইতিমধ্যে প্রমাণিত। প্রচুর পরিমাণে আন্ম্যান্ড এরিয়াল ভেহিক্যাল আসছে সার্ভিসে। তবে এখনও পর্যন্ত যেসকল যুদ্ধবিমান পৃথিবীর বহু দেশের হাতে রয়েছে তাদের সেই যুদ্ধবিমান গুলির বিকল্প তৈরি করা এই মুহূর্তে বেশ চাপের ব্যাপার।
আকাশ যুদ্ধে UAV এর ব্যবহার বাড়লেও প্রচুর পরিমাণে টেকনোলোজি এমন আছে যা যেকোনো মুহূর্তে প্রচুর পরিমাণে যুদ্ধবিমান একসাথে ধ্বংস করে দিতে সক্ষম। তবে কখনও ভেবে দেখেছেন যে আওাক্স থেকে শুরু করে মাঝ আকাশে যুদ্ধবিমানের জ্বালানি ভরা বা তাদের ব্যবহার ঠিক কিভাবে করা হয়? বা ডক ফাইট কিভাবে হয়ে থাকে, কিংবা যুদ্ধবিমান থেকে কিভাবে যুদ্ধজাহাজে হামলা করা হয়?