ডিফেন্স

পৃথিবীর ইতিহাসে প্রথম। ড্রোন থেকে যুদ্ধবিমানে জ্বালানি ভরা হল। রইল ভিডিও

নিউজ ডেস্কঃ ভবিষ্যতের যুদ্ধ যে মানুষ ছাড়াই হতে চলেছে তা কমবেশি ইতিমধ্যে নিশ্চিত। যেভাবে অ্যানম্যান্ড এরিয়াল ভেহিক্যালের (UAV) চাহিদা বাড়ছে তাতে ভবিষ্যতে যুদ্ধবিমান কম ড্রোনের চাহিদা বেশি হবে বলে মনে করা হচ্ছে। আর সেই কারনে একের পর এক দেশ উন্নত এবং অত্যাধুনিক টেকনোলোজির ড্রোন সার্ভিসে আনতে শুরু করেছে। তবে পৃথিবীর বাকি দেশের থেকে আমেরিকা যে আলাদা তা কমবেশি সকলেরই জানা। তারা পৃথিবীর বাকি দেশ গুলির থেকে কয়েক কদম এগিয়ে থাকে সর্বদা।

ইতিমধ্যে আমেরিকা ড্রোন থেকে যুদ্ধবিমানে রিফুয়েলিং করার মতো টেকনোলোজি সামনে নিয়ে এসেছে। অর্থাৎ এবার মাঝ আকাশে জ্বালানি ভরতে আর বিমানের উপর শুধু ভরসা করে বসে থাকতে হবেনা, ড্রোন ও এবার মাঝ আকাশে যুদ্ধবিমান গুলিকে জ্বালানি দিতে পারবে। এই টেকনোলোজি একমাত্র আমেরিকার মতো দেশের কাছেই রয়েছে। যা কিছুদিন আগেই তারা পরীক্ষা করেছে। তবে বলে রাখা ভালো যে এই টেকনোলোজি আয়ত্ত্ব করতে তাদের ২৫ বারের উপর পরীক্ষা করার পর সফল হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *