আরও ১০০০০ বাঙ্কার তৈরির পথে ভারতীয় সেনা। কেন এমন সিদ্ধান্ত?
নিউজ ডেস্কঃ পাকিস্তানের বিরুদ্ধে কোনকিছু করতে অর্থাৎ জবাব দিতে এর যে পিছুপা হবে না তা কমবেশি এতদিনে নিশ্চিত হয়ে গেছে। এই সেই কারনে পাকিস্তানের বিরুদ্ধে সকল প্রস্তুতি সেরে রেখেছে। বিশেষ করে LOC বর্ডারে পাকিস্তান এবার থেকে ভারতের বিরুদ্ধে কোনকিছু করতে শতবার ভাববে।
ইতিমধ্যে কাশ্মীরে ৮০০০ কংক্রিটের বাঙ্কার তৈরি করেছে ভারতীয় সেনা। বাঙ্কার সাধারনত ব্যবহার করা হয় সাধারন মানুষ এবং সেনার কাজ্র ব্যবহার করতে।৮০০০ বাঙ্কার তৈরি করলেও এখনও আরও ১০০০০ বাঙ্কার সীমান্তে তৈরি করা হবে। তবে এর আগে এত দ্রুত লাইন অফ কনট্রোলের পাশে এতো পরিমাণে বাঙ্কার তৈরি করা হয়নি। এর সেই কারনে পাকিস্তানের ও মাথা ব্যাথার কারন হয়ে দাঁড়িয়েছে। বাঙ্কার সাধারনত ব্যবহার করা হয় দুটি কাজে
১। দ্রুত অস্ত্র এবং সেনা মজুত করে আক্রমনের প্রস্তুতি
২। যুদ্ধের সময় সাধারন মানুষদের বাঁচানো