ডিফেন্স

ভারতের নৌবাহিনী এবং বিমানবাহিনীতে ৫২ ঘণ্টা একটানা সার্ভিস দিতে আসছে ইসরায়েলের বিধ্বংসী ড্রোন

নিউজ ডেস্কঃ ইসরায়েলের টেকনোলোজি যে কতোটা বিধ্বংসী এবং উন্নত তা আর নতুন করে বলতে হবেনা। ইতিমধ্যে তা আরও একবার প্রমান করেছে তারা বিশেষ করে তাদের এয়ার ডিফেন্স সিস্টেম থেকে শুরু করে ড্রোন। আর সেই কারনে আমেরিকার মতো দেশ তাদের থেকে যুদ্ধাস্ত্র ক্রয় করে থাকে।

ইসরায়েলের থেকে আবারও হেরন ড্রোন লিসে নিতে চলেছে ভারতবর্ষ। ইতিমধ্যে ৮০ র উপর ড্রোন সার্ভিসে রয়েছে। যেগুলিকে বিধ্বংসী করে তোলার পাশাপাশি আপগ্রেড করা হচ্ছে। ৬ টি ড্রোন ভারতবর্ষের সেনাবাহিনীর জন্য লিস নেওয়া হচ্ছে যদিও আগে ৪ টি ড্রোন লিসে নেওয়া আছে চলতি বছর থেকে আগামি ৩ বছরের জন্য ৪ টি ড্রোন লিস নেওয়া হতে চলেছে। 

এই হেরন গুলি ২০০৫ সালে সার্ভিসে নিয়ে আসে ইসরায়েল। যা ইসরায়েল এবং ভারতবর্ষ ছাড়াও ব্রাজিল এবং তুরস্কের সেনাবাহিনীর কাছে রয়েছে।

২০০৮ সালে ড্রোন গুলির ক্ষমতা বোঝা যায়। কারন ইসরায়েল এবং গাজার যুদ্ধে এক বিরাট ভূমিকা পালন করেছিল এই ড্রোন গুলি। ২০০৮-২০০৯ সালে ইসরায়েলের অপারেশান কাস্ট লিডে এই ড্রোনের ক্লোস সাপোর্টে তারা বিরাটভাবে অগ্রাধিকার পেয়েছিল।

ড্রোন গুলি ২০১৪ সালে সিঙ্গাপুর এয়ার শো তে নিজেদের প্রমান করেছিল। ইসরায়েলের এই হিরন ড্রোন মোট ৫২ ঘণ্টা একটানা সার্ভিস দিতে পারে।

২৭০ কিমি/ ঘণ্টার গতিবেগে ৩৩০০০ ফুট থেকে উড্ডয়নের পাশাপাশি স্যাটেলাইট দ্বারা নিয়ন্ত্রিত করা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *