লাইফস্টাইল

অভিনেত্রী, গায়িকা সুপর্ণা ভ্যাক্সিনেশন ক্যাম্প করে ফের মানুষের পাশে

কোভিড ১৯ এখনও বিশ্বব্যাপী একটি উদ্বেগজনক বিষয়, বিশেষ করে ভারতে জনসংখ্যার ঘনত্বের কারণে, কোনও সঠিক ওষুধ আবিষ্কার না হওয়ায় এবং অপর্যাপ্ত টীকাকরণের কারণে, করোনা নির্মূল করা যথেষ্ট কঠিন হয়ে দাঁড়িয়েছে। তবে এই মুহূর্তে সরকারের পাশাপাশি, এখানে কয়েকটি বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থা এবং ব্যক্তিরা ভ্যাকসিনের ব্যবস্থা করে দরিদ্র ও পিছিয়ে পড়া মানুষের জীবন বাঁচাতে এগিয়ে আসছেন। তাদের একজন হলেন অভিনেত্রী ও গায়িকা সুপর্ণা কুমার। সুপর্ণা খুব সম্প্রতি সুরঞ্জন দে পরিচালিত শর্ট ফিল্ম “আনলাকি শার্ট”-এ অভিনয় করেছেন। এছাড়াও, তিনি চলচ্চিত্রটির জন্য একটি প্লেব্যাক করেছেন। যদিও এটা তাঁর প্রথমবার প্লেব্যাক নয়। এর আগে তিনি হিন্দিতে কুনাল গাঞ্জাওয়ালা এবং কুমার শানুর সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন। আগামী জুলাই মাসে সুপর্ণা “অন্ধকারের অবয়ব” গল্প অবলম্বনে “ফাঁদ” নামক ছবির শুটিং করতে যাচ্ছেন। ছবিটির পরিচালনার দায়িত্বে থাকছেন সুরঞ্জন দে।

যাইহোক, সুপর্ণা তাঁর বিগত ও আগামী শ্যুটিং ও নানাবিধ কাজের অবসরে, সম্প্রতি  বারানগর ‘হাসিখুশি ক্লাব’-এর আয়োজনে, এক ভ্যাকসিনেশন ক্যাম্পের ব্যবস্থা করেছিলেন।  সেখানে ১১৭ জন দরিদ্র ও শারীরিক প্রতিবন্ধী মানুষকে টীকাকরণ করা হয় সুপর্ণা কুমারের আন্তরিক উদ্যোগে। আগের লকডাউনেও সুপর্ণা দরিদ্র মানুষ ও পথ কুকুরদের সেবায় এগিয়ে এসেছিলেন।

সুপর্ণা কুমার জানান যে, এখন তিনি লকডাউনের জন্য ছুটিতে আছেন এবং পরের মাস থেকে তিনি আবার রেকর্ডিং ও শুটিংয়ে ব্যস্ত থাকবেন। এরই মধ্যে, তিনি দরিদ্র, দুস্থ ও পিছিয়ে পড়া মানুষের জন্য বিভিন্ন ভাবে পাশে থাকার চেষ্টা করছেন। সরকারী হাসপাতালে বিনামূল্যে টীকা নেওয়ার জন্য সবাই উপস্থিত হতে পারছেন না, কারণ সেখানকার দীর্ঘ লাইন, আবার অনেক লোক রয়েছেন যাদের বেসরকারী হাসপাতাল থেকে কোভিডের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ভ্যাকসিন কেনার সামর্থ্য নেই।তাই তাদের জন্য কয়েকজন স্বাস্থ্যকর্মীর সহায়তায় সুপর্ণা টীকাকরণের একটি শিবিরের ব্যবস্থা করেন।

সুপর্ণা ভ্যাকসিনেশন ক্যাম্পের মাধ্যমে বা দুস্থদের অন্নদানের মাধ্যমে কিংবা তাদের ওষুধ-পথ্যের ব্যবস্থা করার মাধ্যমে, তাঁর সামাজিক দায়িত্ব পালন করেই যাচ্ছেন। সোনু সুদ যদি পুরো দেশের কথা ভাবতে পারেন, তবে কলকাতায় একজন সুপর্ণা আছেন, যিনি স্টারডমের চেয়ে অনেক আগে মানবতার কথা মনে করিয়ে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *