ডিফেন্স

দ্বিগুণ হচ্ছে রেঞ্জ, ভারতের ‘ব্রহ্মোসে’ ধ্বংস হবে হতে পারে পাকিস্তান

নিউজ ডেস্কঃ চীন এবং পাকিস্তানের বিরুদ্ধে লড়তে ভবিষ্যতে যে বিরাট ভূমিকা নেবে ব্রহ্মস মিসাইল তা আর নতুন করে কিছু বলার নেই। তবে এই মিসাইলের রেঞ্জ বিরাটভাবে বৃদ্ধি করা হচ্ছে। বর্তমানে ভারতের হাতে প্রচুর পরিমানে ২৯০ কিমির এই মিসাইল রয়েছে তবে ৪৫০ কিমির ও বেশ কিছু মিসাইল ইতিমধ্যে এসে পৌঁছেছে।

তবে ভবিষ্যতে এই মিসাইলের রেঞ্জ আরও বাড়ানো হবে বলে সুত্রের খবর। ভারতবর্ষের অস্ত্র ভাণ্ডারে প্রচুর পরিমানে ব্রহ্মস সুপারসনিক মিসাইল আসছে ভবিষ্যতে। ভারত এবং রাশিয়া একই সাথে এই মিসাইল তৈরি করে। ভারতবর্ষ এই অস্ত্র বিদেশেও রপ্তানি করবে, তবে রাশিয়ার কোন বন্ধু দেশকেই তা বিক্রি করতে হবে। বলা বাহুল্য যে এই মিসাইলের সামনাসামনি করার মতো কোন মিসাইল এখনও পর্যন্ত তৈরি হয়নি। গতি এবং ক্ষমতায় এই মিসাইল বিশ্বের সবথেকে বিধ্বংসী মিসাইল।

বেশি গতিসম্পন্ন মিসাইল গুলি চীন সীমান্তে ইতিমধ্যে মোতায়েন করা আছে। তবে ভবিষ্যতে আরও বেশি ক্ষমতা সম্পন্ন মিসাইল চীন সীমান্তে মোতায়েনের কথা ভাবা হয়েছে, যার গতি ৩০০০কিমি/ঘণ্টা। আর এতেই চীন এবং পাকিস্তানের ভয়ের কারন। অন্ধ্রপ্রদেশ এবং কাশ্মীরে এই মিসাইল মোতায়েন করা হবে বলে সুত্রের খবর। কারন পাহাড়ের আড়ালে লুকিয়ে থাকা শত্রুপক্ষকে যাতে সহজেই টার্গেট করা যায়। ভারতের সেনাবাহিনীর ৫ টি রেজিমেন্টের প্রত্যেকটিতে ১০০ টি করে মিসাইল রয়েছে। ২০০৭ থেকে রাশিয়া এবং ভারতবর্ষ একই সাথে এই মিসাইল তৈরি করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *