ইয়াস বিধ্বস্ত মানুষের পাশে ফ্যাশান ডিসাইনার অনুশ্রি মালহোত্রা এবং অর্পিতা চক্রবর্তী
নিউজ ডেস্কঃ ইয়াস। আম্ফানের মোকাবেলা করতে করতে এই ঝড় পশ্চিমবঙ্গের মানুষের ঘুম কেড়ে নিয়েছে। কারন এখনও আম্ফানের পরিস্থিতি কাটিয়ে উঠতে পারেনি পশ্চিমবঙ্গের প্রচুর মানুষ, তারপর ই আবার ইয়াস। বিশেষ করে নদী তীরবর্তী অঞ্চল গুলিতে। সুন্দরবনের মতো অঞ্চলে বিরাট পরিমানে মানুষ বিধ্বস্ত হয়েছে। সত্যি কথা বলতে কি, এই মানুষ গুলি বছরের প্রতিটা সময় কিছু না কিছু অসুবিধার সম্মুখীন হতেই থাকে। তবে এবারের ঝড়ে তাদের রাতের ঘুম থেকে শুরু করে রোজগার বা থাকার জায়গা সবটাই কেড়ে নিয়েছে।
আর এই ইয়াস বিধ্বস্ত মানুষ গুলিকে ত্রান পৌঁছে দিতে গিয়েছিলেন ফ্যাশান ডিসাইনার অনুশ্রি মালহোত্রা এবং সামাজিক কর্মী অর্পিতা চক্রবর্তীর তনুজ ভোকেশনাল ট্রেনিং সোসাইটি। তারা পৌঁছে গিয়েছিলেন রাঙ্গাবেলিয়ার জ্যোতিরাম পুর গ্রামে।
সেখানে ১২০০ মানুষকে ত্রান পৌঁছে দেওয়ার পাশাপাশি ৪ দিন ধরে কমিউনিটি কিচেনে এই ১২০০ মানুষের খাওয়ার ব্যবস্থা করেছেন শুধু তাই নয় মহিলাদের স্যানিটারি ন্যাপকিন এবং ভবিষ্যতে তাদের যাতে ট্রেনিং দিয়ে উপার্জন করতে পারেন সেটাও দেখতে গেছিলেন। পাশাপাশি পুরুষদের যাতে সাহায্য করা যায়। চাষবাসের জমি যা ভেসে গেছে নোনা জলে তার একটা সঠিক উপায় করে দিতে যাতে ভবিষ্যতে কৃষকেরা সেখান থেকে উপার্জন করতে পারে। কৃষকদের পাশে দাঁড়ানোর পাশাপাশি মহিলাদেরকেও সাহায্য করেছেন ফ্যাশান ডিসাইনার অনুশ্রি মালহোত্রা এবং সোশ্যাল একটিভিটিসট অর্পিতা চক্রবর্তী।