ডিফেন্স

২০৩০ এর কথা চিন্তা করা রাশিয়ার থেকে ট্যাঙ্ক ক্রয় করার কথা চিন্তা করা হচ্ছে। কত গুলি ট্যাঙ্ক ক্রয় করা হতে পারে জানেন?

নিউজ ডেস্কঃ একের পর যুদ্ধাস্ত্র ভারতের সেনাবাহিনীর হাতে আসছে, সবথেকে বড় ব্যাপার হল এই যে চীনের সাথে সংঘাতের পর ভারতের সামরিক ক্ষেত্রে উন্নতি চোখে পরার মতো। নৌবাহিনী থেকে শুরু করে বিমানবাহিনী একের পর যুদ্ধাস্ত্র আপগ্রেডের পাসাপাশি নতুন যুদ্ধাস্ত্র ক্রয় করা হচ্ছে।

ভবিষ্যৎ এর কথা ভেবে এবার ভারতিয় সেনা ব্যাটেল ট্যাঙ্ক ক্রয় করতে চলেছে। সেনাবাহিনীর জন্য ১৭৭০ FRCV (Future Ready Combat Vehicle) এর জন্য RFI জারি করা হয়েছে ইতিমধ্যে। ২০৩০ এর মধ্যে এই ট্যাঙ্ক গুলিকে সার্ভিসে আনার কথা ভাবা হচ্ছে। মিডিয়াম ওয়েট এই ট্যাংক গুলি অন্তত আগামী ৪ থেকে ৫ দশক পর্যন্ত রাখার কথা চিন্তা করেই ক্রয় করা হবে। আসলে ভারতের সেনাবাহিনীর হাতে থাকা পুরনো ট্যাঙ্ক গুলিকে পরিবর্তন করে নতুন ট্যাঙ্ক ক্রয় করার জন্য এই চিন্তাভাবনা। ২৪১৪ টি T-72 এর রিপ্লেসমেন্ট হিসাবে এগুলিকে ক্রয় করা হতে চলেছে। বিশেষজ্ঞদের মতে FRCV হিসাবে রাশিয়ার T-14 আরমাটা ট্যাঙ্ক গুলিকে বাছাই করা হতে পারে। তবে সেক্ষেত্রে আবার আমেরিকার সাথে ঝামেলা বারতে পারে। বা আমেরিকা ভারতের উপর তাদের নিষেধাজ্ঞা চাপাতে পারে। তবে আন্তর্জাতিক মহলের মতে দক্ষিণ কোরিয়াট K-2 ব্ল্যাকপ্যান্থার বেশ পছন্দের। তবে দক্ষিন কোরিয়ার এই ট্যাঙ্ক গুলি খুবই দামই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *