যুদ্ধবিমানের আক্রমণ ছাড়াও শব্দেই প্রান নিয়ে নিতে পারে আমেরিকার যুদ্ধবিমান। কিভাবে জানেন?
অ্যামেরিকার এফ ১৬ বিমানের নাম শোনেনি এমন ডিফেন্স প্রেমী মানুষ হয়ত পাওয়া যাবেনা। কারন এর বিশেষ কিছু কারনের জন্য এটি পৃথিবীর অন্যতম সেরা যুদ্ধবিমান গুলির মধ্যে একটি। পাকিস্তানের মতো একাধিক বায়ু সেনা এখনও এই বিমান ব্যবহার করছে। কিন্তু এই বিমান প্রাণী সমাজের পক্ষেও সাধারণ ভাবে ক্ষতিকারক।
নেদারল্যান্ড বিমান বাহিনীর ২টি এফ ১৬ একটি জঙ্গলের উপর দিয়ে খুব কম উচ্চতা দিয়ে উড়ে যায় ২০০৫ সালে। সেখানে দুটি বিশেষ প্রজাতির হরিন ছিলো। এর মধ্যে একটা হরিন প্রচন্ড শব্দের কারনে হার্ট এ্যাটাকে প্রান হারায়। হরিন দুটির মালিক ছিল সেখানকার স্থানীয় এক বাসিন্দা।
সে বিমান বাহিনীর নিকট অভিযোগ জানায়। প্রথমাবস্থায় তা কেউ মেনে নিতে চায়নি। বিমান বাহিনী তদন্ত করে দেখে যে সত্যি তাদের ফাইটারের জেটের কারনে একটি হরিন মারা গেছে। তারপর তাকে প্রায় ৩ হাজার ইউরোর মত ক্ষতিপূরণ দেওয়া হয়। যাতে সে আরেকটা এই রকম হরিন কিনতে পারে এবং বড়দিনে বাচ্চাদের উপহার আগের মতকরে সরবরাহ করতে পারে।