কলকাতা ক্লাস যুদ্ধজাহাজে রয়েছে বিশেষ এই ক্ষমতা
নিউজ ডেস্কঃ ভারতবর্ষের বেশ কিছু দেশীয় কোম্পানি ইতিমধ্যে সামরিক অস্ত্র তৈরি করে তাক লাগিয়েছে সারা ভারতবর্ষকে। আর সেই কারনে ভারতবর্ষের হাতে বেশ কিছু অত্যাধুনিক যুদ্ধাস্ত্র এসেছে ইতিমধ্যে।
কলকাতা ক্লাস গাইডেড ডেষ্ট্রয়ার। প্রজেক্ট 15 A মাধ্যমে এই গাইডেড মিসাইল স্টেলথ ডেষ্ট্রয়ার গুলি বানান হয়। এই কলকাতা ক্লাস জাহাজ প্রজেক্ট তিনটি জাহাজ বানান হয় কলকাতা, কোচি ও চেন্নাই।
কম গতিতে সমুদ্রে যখন এই জাহাজগুলো চলে তখন এরা ভীষন ধোঁয়া নির্গমন করে, কিন্তু টপ স্পিডে এরা মাখনের মত মসৃন গতিতে বিনা ধোঁয়ায় চলতে পারে। DT 59 GT( গ্যাস টারবাইন) ভীষণ ধোঁয়া বের করে। আর জাহাজ গুলো 4 টি করে DT 59 ইঞ্জিন লাগান আছে COGAG প্রপালশন সেট আপে। যার মানে দুটি ইঞ্জিন এর সঙ্গে একটি প্রপেলার শাফট যুক্ত ,আর তার সঙ্গে যুক্ত আছে IR সাপ্রেশন সিস্টেম যা ইঞ্জিন গুলোতে প্রচুর জল এর বাষ্প তৈরী করে।