ঠোঁটকে মোহময়ী করে তুলতে বাড়িতেই বানানো লিপস্টিক। কিভাবে তৈরি করবেন জানেন?
লিপস্টিকের প্রতি মেয়েদের আকর্ষণ চিরকালীন ।পার্টি হোক বা অফিস ঠোঁটে লিপস্টিক টা মাস্ট ।গোটা মেকআপ টা যেন লিপস্টিক ছাড়া অসম্পূর্ণ । শুধু লিপস্টিক টা লাগালেই মুখে যেন একটা আলাদা জেল্লা চলে আসে ।প্রত্যেকটা ড্রেসের কালার এর সাথে মিলিয়ে একটা লিপস্টিক না থাকলে সাজটাই বেমানান হয়ে যায় ।আর শুধু এই লিপস্টিক কেনার পেছনেই কত যে টাকা যায় আমাদের তা একবার ভেবে দেখুন তো ।আর এই বাজার থেকে কেনা লিপস্টিক ঠোঁটের জন্য বেশ ক্ষতিকর ও ।কখনো ভেবে দেখেছেন নিজের পছন্দের শেডের লিপস্টিক টা যদি আপনি নিজেই বানিয়ে নিতে পারতেন কোনো টাকা খরচ না করে তাহলে কেমন হতো ?কি অবাক হচ্ছেন ?এটা কিন্তু একদম সত্যি।আপনি চাইলেই বাড়ি বসে খুব সহজেই বানিয়ে নিতে পারেন আপনার পছন্দের লিপস্টিক।এর জন্য আপনার প্রয়োজন শুধু নিম্নলিখিত কয়েকটি জিনিস।
উপকরণ:
১. ফাউন্ডেসন হাফ চামচ
২.আ্যালভেরা জেল বা আমন্ড অয়েল
৩. গ্লিসারিন
৪. পছন্দমত কালার এর আই শেডো
৫. রোজ পাউডার বা কমপ্যাক্ট পাউডার
উপকরণ গুলো নিশ্চয়ই জোগাড় হয়ে গেছে।এবার জানা যাক কিভাবে তৈরি করতে পারবেন লিপস্টিক্স ।প্রথমেই প্রয়োজন হাফ চামচ ফাউন্ডেশন । আপনার পছন্দমত যেকোন ম্যাট ফাউন্ডেশন এর সাথে হাফ চামচ এলোভেরা জেল যোগ করে নিন।সেই সঙ্গে যোগ করুন হাফ চামচ গ্লিসারিন ও হাফ চামচ আমন্ড অয়েল। এগুলি আপনার ঠোঁটকে রাখবে আর্দ্র এবং কোমল ।এবার ঝটপট ভেবে নিন কোন কালারের লিপস্টিক চান ।সেইমতো পছন্দের কালারের আইশ্যাডো মিশ্রণটিতে যোগ করুন ।দেখবেন মিশ্রণটি যেন গাড় হয় ।
এখন তো এমনিতেই ম্যাট লিপস্টিকের চল ।তাই লিপস্টিক টাকে আরো বেশি ম্যাট বানাতে চাইলে একটু বেশি পরিমাণে রোজ পাউডার যোগ করুন । যদি রোজ পাউডার না থাকে তাহলে তার বদলে ব্যবহার করতে পারেন যে কোনো কমপ্যাক্ট পাউডার ।মিশ্রণটি এবার ভালোভাবে মিক্স করে নিলেই দেখবেন তৈরি আপনার ম্যাট লিপস্টিক ।ব্যবহারের সুবিধার জন্য একটি খালি কন্টেনারে লিপস্টিকটিকে ভরে রাখুন ।সবচেয়ে ভালো ব্যাপার হলো ঠোঁটে লাগানোর কিছুক্ষণের পরেই দেখবেন লিপস্টিক কেমন শুকিয়ে গেছে ।আর বাজারের লিপস্টিকের মত ক্ষতিকারক ও নয় এটি।
এমনিতেই কোয়ারেন্টাইন এ বাড়ি বসে সময় কাটছে না। তাহলে আর কি?এই ফাঁকে বাড়ি বসেই শুরু করে দিন আপনার পছন্দের শেডের লিপস্টিক তৈরি করা।