১৪ টি বড় ধরনের উন্নতির পর আসতে চলেছে বিধ্বংসী ব্যাটেল ট্যাঙ্ক
নিউজ ডেস্কঃ ডি আর ডি সম্প্রতি দেশীয় টেকনোলোজিকে কাজে লাগিয়ে একের পর যুদ্ধাস্ত্র তৈরি করছে। আর সেই মতো তাদের আপগ্রেডেশান ও করাচ্ছে। আর সেই কারনে দেশের সেনাবাহিনীর ক্ষমতা যে বৃদ্ধি পাচ্ছে তা আর বলার অপেক্ষা রাখেনা।
ভারতীয় সেনার ডিআরডিও তৈরি অর্জুন মার্ক-১আলফা ট্যাংকের ফাইনাল ইউজার ট্রায়াল সম্পন্ন করা হয়েছে। ভারত এখন একে সেনাবাহিনীর আর্মার্ড রেজিমেন্টে কাজে লাগানোর জন্য তৈরি। এই ট্যাঙ্কটিতে ডিআরডিও ১৪টা বড় ধরনের উন্নতি করেছে। যেমন আপগ্রেডেড গানার মেইন সাইট ও ইন্টিগ্রেটেড অটমেটিক টার্গেট ট্র্যকিং। এই সিস্টেমের মাধ্যমে অর্জুন মুভ করতে করতে টার্গেটকে ট্র্যক করতে পারবে পাশাপাশি সাথে আক্রমণ শানাতে পারবে। এর ফলে অর্জুনের সক্ষমতা ব্যপক ভাবে বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। অর্জুন দিন এবং রাতে অর্থাৎ উভয় সময়ে সমান ভাবে যুদ্ধ করতে পারদর্শী। আর এখন এর মেইন গান কন্ট্রোল সিস্টেম কম্পিউটারাইজ্ড। অর্থাৎ এটাকে এখন সম্পূর্ন ডিজিটাইল ভাবে কন্ট্রোল করা হবে। ইতিমধ্যে বেশ কিছু ট্যাঙ্ক হাতে এসেছে।