ডিফেন্স

অক্সিজেন তৈরি করতে এবার এগিয়ে এল ডিফেন্স রিসার্চ অর্গানাইসেশান

নিউজ ডেস্কঃ দেশের খারাপ পরিস্থিতি বা দেশকে বাঁচাতে সবসময় যে সেনাবাহিনী এগিয়ে এসছে তা আর নতুন করে কিছু বলার নেই। এবার দেশকে তথা দেশের মানুষকে বাঁচাতে এগিয়ে আসল বায়ুসেনা। ভারতের দেশীয় প্রযুক্তির যুদ্ধবিমান তেজাসের জন্য অনবোর্ড অক্সিজেন জেনারেটিং সিস্টেম তৈরি করেছিল ডি আর ডি ও। এবার সেই সিস্টেমই দেশের মানুষকে বাঁচাতে কাজে লাগল।

ডিআরডিও এর অনবোর্ড অক্সিজেন জেনেরেটিং সিস্টেমের ওপর তৈরি করা অক্সিজেন জেনেরেটিং প্ল্যন্ট দুটি ইতিমধ্যে দেওয়া হয়েছে দিল্লীর দুটি হাসপাতালে। এগুলি প্রতিমিনিটে ১০০০লিটার অক্সিজেন তৈরি করতে পারে। অর্থাৎ প্রতি দুই মিনিটে দু হাজার লিটার। অর্থাৎ ১৫০ বার ভর্তি করা যাবে ১৯৫টি অক্সিজেন সিলেন্ডারকে। এই প্ল্যন্ট প্রতি রাজ্যের হাসপাতালে পাঠানো হবে। বলে রাখা ভালো যে এই সিস্টেম সরাসরি বায়ু থেকে অক্সিজেন সংগ্রহ করে। পাশাপাশি এর রক্ষণাবেক্ষণ সহজ এবং ২৪×৭ এটি কাজ করতে সক্ষম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *