কতোটা শক্তিশালী ছিল ভারতের প্রথম পরমাণু বোম্ব?
নিউজ ডেস্কঃ ভারতবর্ষের যে পরমাণু শক্তিধর দেশ হয়ে ওঠা এক বিরাট ইতিহাস তা হয়রত সকলেরই জানা। আমেরিকার লাল চোখকে উপেক্ষা করে ভারতবর্ষ পরমাণু শক্তিধর রাষ্ট্র হয়ে ওঠে। বিশেষ করে তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী এবং এ পি যে আবদুল কালাম না থাকলে যে এই কাজ সম্পূর্ণ হতে পারত না তা বলাই বাহুল্য।
১৯৯৮সালের শক্তি-১ থার্মোনিউক্লীয়ার বোম্ব। এটির বিষ্ফরনের সময় ক্ষমতা ছিল ৪৫কিলোটন অর্থাৎ হিরোসিমার লিটলবয় পরমাণু বোমা যার ক্ষমতা ছিল ১৫কিলোটন তার চেয়ে তিন গুন বেশি।
তবে আপনাদের হয়তো অনেকেরই জানা নেই এটির আসল ক্ষমতা ডিজাইন অনুযায়ী ছিল ২০০কিলোটন। কিন্তু পার্শ্ববর্তী জনবসতির যাতে ক্ষতি না হয় তাই একে কম তীব্রতায় বিষ্ফরণ করানো হয়। অর্থাৎ বুঝতেই পারছেন যে ভারতবর্ষের হাতে থাকা পরমাণু বনব গুলি কতোটা বিধ্বংসী এবং ধ্বংসাত্মক।
পাকিস্তানের হাতে ভারতবর্ষের থেকে বেশি পরিমাণে পরমাণু বম্ব রয়েছে, তবে ভারতের হাতে থাকা পরমাণু বোম্ব অনেক বেশি শক্তিশালি এবং ধ্বংসাত্মক।