অফবিট

কংগ্রেসের থেকে ৬২ লক্ষ ভোট কম পেয়েও এই বছর সরকার গঠন করেছিল সিপিএম

নিউজ ডেস্কঃ ভোটের ময়দানে জোট যে এক বিরাট ব্যাপার, তা কার্যত স্পষ্ট হয়েছিল ১৯৮৭ সালের ভোটে। কারন সরকার গঠন করেছিল বামফ্রন্ট আর সিট সবথেকে বেশি পেয়েছিল সিপি এম। তবে ভোটের নিরিখে কংগ্রেসের থেকে ২ শতাংশ ভোট কম পেয়েছিল তারা। অর্থাৎ ১৯৮৭ এর নির্বাচনে ৩৯ শতাংশ ভোট পায় সিপিএম এবং ৪১ শতাংশ ভোট পায় কংগ্রেস। কংগ্রেস মোট ১ কোটি ৯৮ লক্ষ ভোট পেয়েছিল আর সিপি এম ১ কোটি ৩২ লক্ষ। অর্থাৎ কংগ্রেসের থেকে ৬২ লক্ষ কম ভোট পেয়েই তারা সরকার তৈরি করে। ১৮৭ টি সিটে জয়লাভ করে সিপি এম এবং মাত্র ৪০ টি সিট পায় কংগ্রেস। ভারতীয় জনতা পার্টি ১ শতাংশের ও কম ভোট পেয়েছিল এই নির্বাচনে।

১৯৮৭ সালে ভোটে জিতে আবারো ক্ষমতায় আসে বামফ্রন্ট দল। এই বছর আগের বছরের বিধানসভায় যতগুলি আসলে লাভ করেছিল তার চেয়ে অনেক বেশি আসন লাভ করেছিল। বামফ্রন্ট তার ক্ষমতা ধরে রাখার পাশাপাশি ক্ষমতাকে বৃদ্ধি করেছিল। অর্থাৎ ১৯৭৭ সালে বামফ্রন্ট ২৩১ টি আসন জিতেছিল আর ১৯৮৭ সালে ২৫১ টি আসন জিতেছিলে। এরমধ্যে সিপিএম হাতে আসে ১৮৭ টি আসন। অন্যদিকে কংগ্রেস জিতেছিল ৪০ টি আসন। তাই আবারও অধিক আসন লাভ করায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেন জ্যোতি বসু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *