ভারতকে এস ৪০০ এর সাথে হেলিকপ্টার দেবে রাশিয়া
নিউজ ডেস্কঃ করোনা ভাইরাসের কারনে একের পর এক কাজ পিছিয়ে গেছে। বিশেষ করে ডিফেন্সের ক্ষেত্রে কোন দেশই ঝুঁকি নিতে রাজি হয়নি। জাপানের সাথে চুক্তি হওয়ার পরেও আমেরিকার এফ ৩৫ এর প্রডাকশান বন্ধ ছিল। করোনার ভাইরাসের কারনে ইটালির একাধিক প্রডাকশান লাইন আপ বন্ধ হয়ে যায়, শুধু আমেরিকা বা ইটালি নয় পৃথিবীর অনেক দেশেই এর প্রভাব পড়েছে। তবে ভারতকে এস ৪০০ এর ডেলিভারি কোনভাবেই পিছবেনা বলে জানিয়ে দিয়েছে রাশিয়া।
২০২১সালেই আসছে এস-৪০০! এছাড়াও রাশিয়ার তরফে জানানো হয় ভারত রাশিয়ার মধ্যে কামভ-২২৬ হোলিকপটারের চুক্তি সই হবে।
এখনও ভারতে তৈরি করার কিছু টেকনিকাল বিষয়ে আলোচনা বাকি আছে। তবে চুক্তি সই হওয়ার ব্যপারে যথেষ্ট আশা প্রকাশ করা হয়েছে।