বিধ্বংসী ক্ষমতা প্রদর্শন বায়ুসেনার
নিউজ ডেস্কঃ পৃথিবীর সবথেকে শক্তিশালী বায়ুসেনা হল আমেরিকার বায়ুসেনা। আর তারপরেই যদি কোন দেশের নাম আসে তাহলে সেটা হল রাশিয়া।পৃথিবীর সবথেকে বিধ্বংসী বিমানের বিরাট অংশ রয়েছে রাশিয়ার হাতে। বিশেষ করে তাদের সদ্য যোগ দেওয়া পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান সুখই সূ ৫৭।
এখনও পর্যন্ত রাশিয়ার কাছে প্রায় ২০০০ এর কাছাকাছি যুদ্ধবিমান রয়েছে। বেশিরভাগ চতুর্থ এবং অগ্রিম চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমান। তবে শুধু যুদ্ধবিমান বললে হয়ত ভুল বলা হবে বোম্বার থেকে শুরু করে আরও অত্যাধুনিক বিমান রয়েছে তাদের হাতে। তাদের হাতে মোট বিমানের সংখ্যা ৪১৬৩ টি।
১৯৯২ সালের ৭ মে রাশিয়ার এই বায়ুসেনা প্রতিষ্ঠিত হয়।