অত্যাধুনিক প্রযুক্তির সাথে জলের নীচেও চলবে এবার সেনাবাহিনীর গোয়েন্দাগিরি
নিউজ ডেস্কঃ চীন এবং পাকিস্তানের বিরুদ্ধে লড়তে যে বহু ফ্রন্টে তৈরি ভারত তা বলাই বাহুল্য। কারন শত্রু পক্ষের হামলা কখন এবং কিভাবে হবে তা বলা বেশ মুশকিল। আর সেই জন্য সমস্ত রকমের প্রস্তুতি সেরে রাখছে সেনাবাহিনী। বিশেষ করে জল থেকে শুরু করে স্থল বা আকাশ পথে যেকোনো সময় হামলা হতে পারে। আর সেই কারনে একাধিক ডিফেন্স সিস্টেম মোতায়েন করে রাখা আছে। এয়ার ডিফেন্স সিস্টেমের কথা সবার মাথায় থাকলেও জলের মধ্যে কিভাবে গোয়েন্দাগিরি করা যায় সেই নিয়ে বেশিরভবাগ সময় চিন্তা করা হয়না। তবে চীনের বিরুদ্ধে সর্বদা সবদিকে নজর রাখা উচিৎ। আর সেই কারনে জলের তলায় নজর রাখতে বিশেষ কিছু ব্যবস্থা নিচ্ছে সেনাবাহিনী।
L&T এর তৈরী আনম্যান্ড আন্ডার-ওয়াটার ভেসেল আমোঘ এর ট্রায়াল চলছে সমুদ্রে। ২০২০ সালে ডিফেন্স এক্সপো তে L&T তাদের এই আন্ডার ওয়াটার ভেসেল জনসম্মুখে আনে। এটি মূলত সমুদ্রের নীচে গোয়েন্দাগীরির জন্য তৈরি করা। এটি তৈরি করা হয়েছে উচ্চ প্রযুক্তির বিভিন্ন সেন্সর,ক্যামেরা দিয়ে। এটি ৭ নট গতিতে প্রায় বাইশ ঘন্টা অপারেশন এ থাকতে পারে। এর অপরাশনাল ডেপ্থ ১০০০ মিটার, ওজন ১০০০ কেজি। ৩০ বছর পুরনো এই কোম্পানি এই প্রযুক্তির ভেসেল টি ভারতীয় সেনাকে সুবিধা দেবে বলে আশা করা যায়।