দেরী হওয়ার কারনেই কি আমেরিকার থেকে বিধ্বংসী যুদ্ধবিমান লিজ নিতে চলেছে ভারতবর্ষ?
নিউজ ডেস্কঃ কিছুদিনের মধ্যেই ভারতের হাতে আসতে চলেছে দেশীয় প্রযুক্তির তৈরি বিধ্বংসী যুদ্ধজাহাজ আই এন এস ভিক্রান্ত। আর এই জাহাজ আসলে যে একধাক্কায় দেশের নৌবাহিনীর ক্ষমতা বাড়বে তা বলাই বাহুল্য। তবে এই যুদ্ধজাহাজে কি ধরনের বিমান বা হেলি রাখা হবে এই চলছে কথাবার্তা। তবে এই জুদ্ধজাআহজে প্রাথমিক অবস্থায় আমেরিকার বেশ কিছু যুদ্ধবিমানকে লিজ নেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। এফ১৮ সুপার হর্নেট কে লিজে নেওয়া হতে পারে। তবে এই যুদ্ধবিমানকে কেন লিজ নেওয়া হচ্ছে? এই নিয়ে রয়েছে একাধিক মন্তব্য।
অনেকেই বলছেন ভারত F-18 সুপার হর্নেটকে না ক্রয় করে লিজ নেওয়া হচ্ছে? আমেরিকা ২০৩০ সালের মধ্যে সমস্ত F-18 block II কে অবসর করতে চলেছে। ভারত যদি এই মহূর্তে F-18 অর্ডার করে তাহলে প্রথম জেট হাতে পেতে অন্তত ২০২৩, সম্পুর্ন ডেলিভারি পেতে ২০২৫. লিজ নিলে ২০২২ এর মধ্যেই ভারতের নৌবাহিনী এই যুদ্ধবিমান পেয়ে যাব। পাশাপাশি ভারতের নিজস্ব TEDBF প্রজেক্ট রয়েছে যা F-18 এর তুলনায় আরোও আপগ্রেডেড হবে। তাছাড়া ভারতের নৌবাহিনীর এই মহূর্তে বাজেট সমস্যা রয়েছে, সুতরাং লিজ নিলে খরচ কম হবে বলে মত সামরিক বিশেষজ্ঞদের।