ডিফেন্স

আমেরিকা থেকে অত্যাধুনিক যুদ্ধবিমান ক্রয় কাতারের। দাম নিরিখে রাফালের থেকে কতোটা পিছিয়ে এই আমেরিকান যুদ্ধবিমান

নিউজ ডেস্কঃ ৮০ র দশকে অ্যামেরিকার একাধিক যুদ্ধবিমান ঘুম কেড়েছিল একাধিক দেশের। আর সেই যুদ্ধবিমান কিনতে ঝাঁপিয়ে পরে বেশ কয়েকটি দেশ। তারমধ্যে রয়েছে f 15 র মতো যুদ্ধবিমান।

এবার সেই যুদ্ধবিমান যুক্ত হল কাতারের বিমান বাহিনীতে। প্রথমবারের মত আকাশে উড়ল F-15QA.( সবুজ রং)। এখনও পর্যন্ত F-15 এর সবচেয়ে অত্যাধুনিক ভার্সন এটি। এটি প্রধানত কাতার এয়ারফোর্সের জন্য তৈরি হয়েছে। তবে কিছুদিনের মধ্যে হাতে আসতে চলেছে F-15EX।যা এর থেকেও অনেকবেশি অত্যাধুনিক হবে বলে আশা করা যায়। যা সেমি স্টেলথ ফাইটার জেট হবে।

এটির গতি ম্যাক ২.৫। অর্থাৎ ২৮০০ কিলোমিটার।

২৯৫০০ পাউন্ড পর্যন্ত অস্ত্র বহন করতে সক্ষম এটি

কাতার এখনও পর্যন্ত ৮৪ টি হাইলি অ্যডভান্সড যুদ্ধবিমান অর্ডার করেছে

একঝলকে দেখেনিন দামের নিরিখে এটি কতোটা এগিয়ে বা পিছিয়ে রাফালের থেকে

১) ৩৬ টি F-15QA যার মূল্য ৬.২ বিলিয়ন ডলার ।

২) ২৪ টি ইউরোফাইটার টাইফুন যার মূল্য ৬.৬ বিলিয়ন ডলার ।

৩) ২৪ টি রাফায়েল যার মূল্য ৭.৬ বিলিয়ন ডলার ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *