ফ্রান্সের বোমা বর্ষণ। হত্যা বহু জিহাদি
নিউজ ডেস্কঃ ফ্রান্স যে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে গর্জে উঠেছে তা বলাই বাহুল্য। সিরিয়া থেকে শুরু করে নাইজেরিয়ার মতো অঞ্চলের শান্তি ফেরাতে একাধিক হামলা চালিয়েছে তারা। বিশেষ করে কিছু দিনে আগে তারা সিরিয়াতে হামলা চালিয়েছিল রাফালে দিয়ে। এবার তারা হামলা চালাল নাইজেরিয়ার বিরুদ্ধে।
ফরাসী সরকার ইতিমধ্যে জানিয়েছে যে তাদের বাহিনী মধ্য মালিতে বিমান হামলায় আল-কায়েদার সাথে জড়িত অর্ধশতাধিক জিহাদিকে হত্যা করেছে। ফরাসী প্রতিরক্ষা মন্ত্রী ফ্লোরেন্স পারলি মালির অন্তর্বর্তী সরকারের সদস্যদের সাথে দেখা শেষে বলেন, “বুর্কিনা ফাসো এবং নাইজারের সীমান্তবর্তী অঞ্চলে শুক্রবার এই বিমান হামলা হয়েছে।” মিরাজ ২০০০ ও ড্রোন ব্যবহার করা হয়েছে এই আক্রমণ শানাতে। যাতে ৫০+ জঙ্গী ও ৩০ মটর সাইকেল ধ্বংস হয়েছে।