গোরুর সাথে নিজেকে তুলনা কারিনা কাপুরের। দেখুন ভিডিও
নিউজ ডেস্কঃ টিনসেল টাউনে কারিনাকে নিয়ে হামেশায় একাধিক গুঞ্জন হয়। তাঁর জিম জয়েন্ট করা থেকে শুরু করে তাঁর ওজন কমানো। বিশেষ করে তৈমুর পেটে থাকা থেকে শুরু করে তাঁকে নিয়ে একটু বেশিই চর্চা হচ্ছে সিনে মহলে।
তবে কিছু মাস আগে চর্চার কারন স্বয়ং নিজেই হয়ে দাঁড়িয়েছিলেন কারিনা। নিজেকে গোরুর সাথে তুলনা করেছিলেন তিনি। এক ফটোশ্যুটে কিছু মাস আগে কাল্কি কৈচিনির সাথে এমনই মন্তব্য করেছিলেন বেবো।