দীর্ঘদিন পর মোহনবাগান তাবুতে চাটুনি
স্পোর্টস ডেস্কঃ ডার্বি ম্যাচের হারের পর শেষ দুটি ম্যাচেও জয় পায়নি সবুজমেরুন শিবির। গোকুলামের বিরুদ্ধে এগিয়ে থেকে ড্র করার পর চার্চিলের বিরুদ্ধেও এগিয়ে থেকে জয় পায়নি খালিদ জামিলের দল। ১৬ ম্যাচে ২৩ পয়েন্ট সংগ্রহ করে মোহনবাগান আপাতত রয়েছে ষষ্ঠ স্থানে। ফলে সুপার কাপে সরাসরি খেলা খেলা অনিশ্চিত হয়ে পড়েছে গঙ্গা পাড়ের ক্লাবটির। তবে সেসব নিয়ে নয় লিগের বাকি ম্যাচ গুলিতে জয়ের সরণীতে ফেরাই লক্ষ্য বাগান কোচ খালিদ জামিলের। শনিবার যুবভারতীতে মোহনবাগানের প্রতিপক্ষ আইজল এফ সি।
গোয়া থেকে ফিরেই আইজল ম্যাচ নিয়ে ভাবনা শুরু সবুজমেরুন শিবিরের। সোমবার মোহনবাগান অনুশীলনে হটাথই হাজির হয়েছিলেন মোহনবাগানকে প্রথমবার জাতীয় লিগ এনে দেওয়া কোচ টিকে চাটুনি। মাঠ ঘুরে দেখার পাশাপাশি ক্লাব তাবুতে বেশ কিছুক্ষন সময় কাটান চাটুনি।