ভ্রমন করতে যাওয়ার আগে যে জিনিস গুলি মাথায় রাখা উচিৎ
বছরে একবার ট্যুর করতে পছন্দ করেন না এমন মানুষ খুব কমই দেখা যায়। এছাড়াও এমন বহু মানুষের রয়েছে যারা অত্যধিক পরিমাণে ভ্রমণ পিপাসু। অনেকেই প্রকৃতির নতুন রূপ দেখার আনন্দে এতটাই মগ্ন হয়ে ওঠে যে আনুষঙ্গিক বেশ কিছু দিকে তারা নজর দিতে ভুলে যায়। যার কারণে বেশ কিছু সময়ে অপ্রস্তুতিতে পরে যায় তারা। তাই আজকের প্রতিবেদনে এমন বেশ কিছু নিয়ম সম্পর্কে আলোচনা করা হয়েছে যেগুলি কঠোরভাবে মেনে চলতে হবে ভ্রমণকারীদের। সেগুলি হল যথাক্রমে –
I) অচেনা কোন জায়গা ফেলে যেখানে মানুষের কাজ দিয়ে ঠিকানা জানার থেকে গুগল ম্যাপে ঠিকানা জানা অনেক নিরাপদ।
II) হোটেলের খাবার খেতে যাওয়ার আগে সেখানে খাবারের দাম সম্পর্কে জেনে নেওয়া জরুরী। কারণ বেশিরভাগ ক্ষেত্রেই খাবার খাওয়ার পর অচেনা মানুষকে তাদের কাছে অনেক দাম নিয়ে থাকে হোটেল মালিকেরা। আর এটি বেশি লক্ষ্য করা যায় বাংলাদেশ এবং ভারতে।
III) জঙ্গল অথবা পাহাড়ে কোথাও ঘুরতে গেলে কাউকে না জানিয়ে গভীর জঙ্গলে যাওয়া উচিত হয়।
IV) মন করতে গেলেও গভীর সমুদ্রে যাওয়া একেবারে নিরাপদ নয়। কারণ যতোই সাঁতার জানা থাকুক না কেন , জলের ঢেউ অনেক পর্যটক সামলাতে পারেনা এবং বিপদ ঘটে যায়।
V) ভিনদেশের কোন হোটেলে থাকার আগে ভালো করে সেই হোটেলের রুম চেক করে নেওয়া আবশ্যক। কোথাও সিসিটিভি ক্যামেরা কিংবা গোপন দরজা আছে কিনা আগে ভালো করে দেখে নিতে হবে।
VI) স্পটে মোবাইল রিচার্জের দোকান নাও থাকতে পারে, তাই মোবাইলে আগে থেকেই পর্যাপ্ত চার্জ ও রিচার্জ করে নেওয়া উচিত।
VII) শহরের প্রত্যন্ত অঞ্চলের মানুষরা মত রাত্র করে ঘুমায় না। তাই হোটেলে দ্রুত ফেরার চেষ্টা করা উচিত। দেরি না করাই ভাল।
VII) অচেনা জায়গায় সেখানকার লোকদের সঙ্গে তর্কে না জড়ানোই ভালো।
VIII) ভ্রমণ করতে গিয়ে নিষেধাজ্ঞ জায়গায় সাহস দেখিয়ে ঘুরতে না যাওয়াই বুদ্ধিমানের কাজ।