যৌন মিলনের ক্ষেত্রেও বিরাট ভূমিকা রাখে। কালোজিরার অসাধারন কিছু উপকারিতা
গোটা বিশ্বে ১০০ ভাগ মানুষের মধ্যে ৭০ ভাগ মানুষই ডায়াবেটিস তথা মধুমেয় রোগে আক্রান্ত। যার কারণে এই রোগ নিয়ন্ত্রণের ওষুধ কিনতে কিনতে ফতুর হচ্ছে বহু মানুষ। কিন্তু এবার বিনা ওষুধ সেবনে নিয়ন্ত্রণে আসবে দীর্ঘমেয়াদি রোগ ডায়াবেটিস, এমনটাই জানাচ্ছেন চিকিৎসকেরা। শুধু মাত্র কালোজিরে ও মধুর মিশ্রণে কমে যাবে এই মধুমেয় রোগ। চিকিৎসকেরের মতে সকালবেলা ঘুম থেকে উঠে কালো ও মধু মিশ্রণ করে খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি কমবে ডায়াবেটিস। এছাড়াও একাধিক রোগ প্রতিরোধ করতে সক্ষম কালোজিরে। এছাড়াও কালোজিরা ও মধু সেবনে আরো বেশ কিছু উপকারিতা রয়েছে, সেগুলি হল –
I) কালোজিরা রক্তচাপ বৃদ্ধি স্বাভাবিক করতে সাহায্য করে। পাশাপাশি দেহের কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে উচ্চ রক্তচাপ হ্রাস করে। ফলে শরীরে রক্তচাপের স্বাভাবিক মাত্রা বজায় থাকে।
II) যৌন মিলনের ক্ষেত্রেও বিরাট ভূমিকা রাখে কালোজিরা। প্রতিনিয়ত কালোজিরার সেবন করলে পুরুষদের শুক্রাণু সংখ্যা বৃদ্ধি পায় এবং পুরুষত্বহীনতাও রোধ করা সম্ভব হয়।
III) হাঁপানী বা শ্বাসকষ্টজনিত সমস্যা সমাধানে কালোজিরা দারুণ কাজ করে। প্রতিদিন কালোজিরার ভর্তা খেলে হাঁপানি বা শ্বাসকষ্টজনিত সমস্যা উপশম হয়।
IV) শিশুর দৈহিক ও মানসিক বৃদ্ধিতে কালোজিরা বেশ উপকারী। নিয়মিত কালোজিরা ও মধু খাওয়ালে দ্রুত শিশুর দৈহিক ও মানসিক বৃদ্ধি ঘটে। কালোজিরা শিশুর মস্তিষ্কের সুস্থতা এবং স্মৃতিশক্তি বৃদ্ধিতেও অনেক কাজ করে।
V) বিভিন্ন ব্যথা বিশেষ করে পিঠ ব্যথার থেকে মুক্তি দেয় কালোজিরা। কালোজিরার থেকে তৈরি তেল আমাদের দেহে বাসা বাঁধা দীর্ঘমেয়াদী রিউমেটিক এবং পিঠে ব্যথা দূর করতে সাহায্য করে। এছাড়া সাধারণভাবে কালোজিরা ও মধু খেলেও অনেক উপকার পাওয়া যায়।
VI) কালোজিরা এবং মধুর খেলে রক্ত সঞ্চালন নিয়ন্ত্রণে থাকে। যার কারণে শরীরে রক্তচাপের মাত্রাও নিয়ন্ত্রণে চলে আসে।