চুলের যেকোনো ধরনের সমস্যায় নিমপাতার ব্যবহার
নিউজ ডেস্ক: খুশকির সমস্যাও কমবেশি সব মানুষই ভোগে। যার ফলে অনেক সময় দেখা দেয় চুল ওঠার সমস্যা। এই সমস্যা দূর করতে অনেককে বাইরের প্রোডাক্ট ব্যবহার করে। কিন্তু তাতেও খুব একটা ভালো ফল পাওয়া যায় না। তাই এই খুশকির সমস্যা অনেকের কাছে একটি চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে আর চিন্তা করার কোন দরকার নেই কারণ এর মুশকিল-আসান রয়েছে আপনাদের ঘরের মধ্যেই। হ্যাঁ ঠিকই শুনেছেন। খুশকির সমস্যা দূর করার জন্য রয়েছে কিছু ঘরোয়া উপায়। এই উপায়গুলি হল –
১. চুলের যেকোনো ধরনের সমস্যা দূর করতে নিমপাতার জুড়ি মেলা ভার। তাই খুশকির সমস্যা দূর করার জন্য চুলে ব্যবহার করুন নিম পাতা। এর জন্য একটি পাত্রে ৪-৫ কাপ জল নিয়ে তার মধ্যে কয়েকটি নিম পাতা দিয়ে ভালো করে ফুটিয়ে নিন। তারপর ওই জল ঠান্ডা হলে মাথা ধুয়ে ফেলুন। এছাড়াও আপনারা নিমপাতা বেটে মাথায় লাগাতে পারেন।
২. খুশকির সমস্যা দূর করতে সপ্তাহে 3 বার নারকেল তেল দিয়ে 10 মিনিট ধরে ম্যাসাজ করুন মাথার তালুতে। তারপর ধুয়ে নিন মাথা। এতে উপকার পাবেন।
৩. একটি পাত্রে তেলের মধ্যে ২ চামচ অ্যাপেল সিডার এবং ১৫-২০ ফোঁটা আপেল সিডার ভিনিগার নিয়ে একসাথে ভালো করে মিশিয়ে নিন।তারপর ওই মিশ্রণটি দিয়ে ম্যাসাজ করুন মাথার তালুতে। খানিকক্ষণ রেখে দেওয়ার পর মাথা ধুয়ে ফেলুন ভালো করে। এটি সপ্তাহে দুই থেকে তিনবার ব্যবহার করুন।এতে খুশকির সমস্যা থেকে মুক্তি পাবেন।মাথা ধুয়ে ফেলুন।
৪. হট অয়েল মাসাজ আমাদের চুলের জন্য খুবই উপকারী। তাই পরিমাণ মতো অলিভ অয়েল হালকা গরম করে নিয়ে মাথায় মাসাজ করুন।৪৫ মিনিট পর শ্যাম্পু দিয়ে মাথা ভাল করে ধুয়ে নিন। চুলে এই হট অয়েল মাসাজ করুন সপ্তাহের কয়েকবার।
৫. খুশকির সমস্যা মুক্তি পেতে অর্ধেক লেবুর রস নিয়ে তার মধ্যে ৩ চামচ দই মিশিয়ে মাথার স্ক্যাল্পে ম্যাসাজ করে ২০ মিনিট রেখে দিন। তারপর শ্যাম্পু দিয়ে মাথা ধুয়ে ফেলুন। কয়েক সপ্তাহ ব্যবহার করলেই নিজেরাই এর ফলাফল বুঝতে পারবেন।