হাড়ের ক্যান্সার কেন বাড়ছে? কি বলছে বিশেষজ্ঞরা?
নিউজ ডেস্কঃ হাড়ের রোগ। অর্থাৎ ভালো করে দেখলে দেখা যাবে যে বিরাট সংখ্যক মানুষ এই সমস্যায় ভুগছেন, বিশেষ করে ৪০ এর কোটা পার করেছে এমন মহিলাদের সংখ্যাটা বেশ বেশি। কারন তাদের খাওয়ারে ঠিক মতো ক্যালসিয়াম না থাকা। বিশেষ কিছু চিকিৎসকদের মতে করোনা আবহকালে রোগের সংক্রমণ বেড়ে গেছে তার মধ্যে অন্যতম সংক্রমণ হল হাড়ের ক্যান্সার। হাড়ের ক্যান্সার মানুষের পক্ষে খুব বিপদজনক। সবথেকে বড় ব্যাপার হল এই যে এখনো পর্যন্ত এই রোগের কোনো সমাধান খুঁজে পাওয়া যায়নি।
হাড়ের বিভিন্ন সমস্যা দেখা দিলে হাড় ক্ষয় হতে পারে। হাড়ের ক্যান্সার বা বোন ক্যান্সার যাতে না হয় তার কারণগুলো হলো ম্যালিগগ্যান্ট টিউমার থেকে হাড়ের ক্যান্সার হয়ে থাকে। অস্টিওজেনেটিক দেহ কলার মারাত্মক টিউমার জন্য এবং কন্ড্রোমা সারকোমাটেসামের মতো কারনে হাড়ের ক্যান্সার হয়ে থাকে সাধারনত।
বিভিন্ন কারণে মানুষের হাড়ের ক্যান্সার হয়ে থাকে কিন্তু হাড়ের ক্যান্সারের লক্ষণ সব রোগীদের সমান হয় না। কোনো রোগীর দীর্ঘকাল যাবৎ ধরে যদি হাড়ের সমস্যা হয়ে থাকে এবং সেখান থেকে যদি হাড়ের ক্যান্সার ধরা পড়ে তাহলে সেটি মারাত্মক বিপদজনক হতে পারে। জেনেটিক ফ্রাক্টর, ভাইরাস সংক্রমণ, রক্ত চলাচল বন্ধ এবং অতিরিক্ত হাড়ের বৃদ্ধি দীর্ঘস্থায়ী প্রবাহ ইত্যাদির মাধ্যমের মধ্যে দিয়ে হাড়ের ক্যান্সার হতে পারে।
হাড়ের ক্যান্সার মূলত হাড় ক্ষয়ের কারণে হয়ে থাকে। সাধারণতভাবে রোগীদের হাড়ের ওপর শক্ত ক্লাড তৈরি হয় এর ফলে রোগীদের প্রচন্ড ব্যথা হতে পারে। অঙ্গবিকৃতি ও হতে পারে। রোগীদের জ্বর ,ওজন হ্রাস এবং অবসাদ হতে পারে। এতে পরে গাঁটে গাঁটে ব্যথা ও হতে পারে ,রাতে ঘুমানোর সময় অসুবিধা হতে পারে ,ঝিমুনি ভাব হতে পারে এগুলো হলো মূলত রোগীর রোগের লক্ষণ এইসব রোগের লক্ষণ দেখামাত্রই ভালো মানের বোন ক্যান্সারের চিকিৎসকদের সাথে পরামর্শ নেওয়া উচিত।