ব্যাঙের মাংস হতে পারে আপনার মৃত্যুর কারন

খেতে প্রায় সব মানুষই পছন্দ করে।তবে খাদ্যের ধরন এক এক দেশে এক এক রকম। তবে চীন থেকে শুরু করে রাশিয়া বা দক্ষিন কোরিয়ার খাওয়া দাওয়া নিয়ে একাধিকবার সমালোচনা হয়েছে।

১) Bat soup: এই সুপটির প্রধান উপকরণটি হল বাদুর।একটি জ্যান্ত গোটা বাদুরকে সবজির মধ্যে দিয়ে সেদ্ধ করে খাওয়া হয়ে থাকে।বাদুরের দাঁতে ক্ষতিকর বিষ এবং এর চামড়াতে জীবাণু থাকে তবুও কোনো রকম বাচবিচার না করেই চিনের মানুষেরা খেয়ে থাকে।

২)Fugu: এই মাছটি পৃথিবীর ক্ষতিকর মাছদের মধ্যে একটি।যার লিভারে থাকে ক্ষতিকর বিষ যা ৩০ জন মানুষ মেরে ফেলায় সক্ষম।তবুও এটিকে খাওয়া হয়।তবে এটিকে কাটার সময় খুব সাবধানতা অবলম্বন করে তারপর রান্না করা হয়ে থাকে।

৩) Octopus: এই খাদ্যটি মূলত কোরিয়ার মানুষেরা খায়।তারা একটি জ্যান্ত অক্টোপাস খেয়ে ফেলে।এতে তাদের মনে হয় যে এর থেকে শারিরিক এবং মানসিক শক্তি বৃদ্ধি করে।তবে এই জ্যান্ত অক্টোপাস খেতে গিয়ে অনেকের মৃত্যু পর্যন্ত ঘটেছে। তবুও তারা এই খাদ্যটি খায়।

৪) Bull Frog: ইউরোপের খাদ্যতালিকায় প্রধান খাদ্যগুলির মধ্যে ব্যাঙ অন্যতম খাদ্য।তবে এই ব্যাঙ খাওয়া প্রচণ্ড পরিমানে ক্ষতিকর।কারন এই ব্যাঙে গায়ে ক্ষতিকর বিষ থাকে।যা খেলে মানুষের কিডনির সমস্যা সৃষ্টি হয় এমনকি মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে।

৫) Casu marju: রাশিরার মানুষদের খাওয়া ক্ষতিকর খাদ্যগুলি মধ্যে এই খাদ্যটি একটি।এই খাদ্যটিকে নরম করার জন্য এর উপরে পোকা ছেড়ে দেওয়া হয়।এই পোকাগুলি যদি মারা যায় তবে কোন ক্ষতি নেই কিন্তু এই পোকাগুলো যদি না মরে তবে তা ক্ষতির কারন হয়ে দাড়ায়।

Leave a Reply

Your email address will not be published.