খুশকির সমস্যা মেটাতে মেহেন্দি পাতা এবং মেথির ব্যবহার জেনে রাখুন
নিউজ ডেস্ক: খুশকির সমস্যাও কমবেশি সব মানুষই ভোগে। যার ফলে অনেক সময় দেখা দেয় চুল ওঠার সমস্যা। এই সমস্যা দূর করতে অনেককে বাইরের প্রোডাক্ট ব্যবহার করে। কিন্তু তাতেও খুব একটা ভালো ফল পাওয়া যায় না। তাই এই খুশকির সমস্যা অনেকের কাছে একটি চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে আর চিন্তা করার কোন দরকার নেই কারণ এর মুশকিল-আসান রয়েছে আপনাদের ঘরের মধ্যেই। হ্যাঁ ঠিকই শুনেছেন। খুশকির সমস্যা দূর করার জন্য রয়েছে কিছু ঘরোয়া উপায়। এই উপায়গুলি হল –
1.আগের দিন রাতে ৩ চামচ মেথিকে জলে ভিজিয়ে পরের দিন সকালে ওই মেথি ভালো পেস্ট করে নিন।তারপর ওই পেস্টটি মাথায় লাগিয়ে রেখে দিন কিছুক্ষণের জন্য।এরপর শ্যাম্পু দিয়ে চুল ভালো করে ধুয়ে ফেলুন।ভালো ফল পেতে সপ্তাহে ২ বার ব্যবহার করুন।
2. খুশকির সমস্যা থেকে মুক্তি পেতেই বেকিং পাউডার বিকল্প খুঁজে পাওয়া মুশকিল। প্রথমে চুল ভাল করে ভিজিয়ে নিন তারপর কিছুটা পরিমাণ বেকিং সোডার নিয়ে মাথায় ভালো করে ম্যাসাজ করে ১৫ মিনিট রেখে দিন।তারপর হালকা গরম জল দিয়ে মাথা ধুয়ে নিন।এটি সপ্তাহে ২ বার ব্যবহার করুন।
3. মুলতানি মাটি যেমন ত্বকের জন্য উপকারী ঠিক তেমনি আমাদের চুলের জন্য উপকারী। তাই একটি পাত্রে পরিমাণমতো মুলতানি মাটি নিয়ে তার মধ্যে লেবুর রস এবং জল মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিন। তারপর এই মিশ্রণটি মাথার স্ক্যাল্পে ভালো করে লাগিয়ে রেখে দিন ২০ মিনিটের জন্য।তারপর শ্যাম্পু দিয়ে মাথা ভালো করে ধুয়ে নিন।
4. মেহেন্দি পাতা আমাদের চুলের জন্য উপকারী।তাই মেহেন্দি পাতা পেস্ট করে তার মধ্যে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে নিন।এরপর ওই পেস্টটি ভালো করে মাথায় লাগান। ২ ঘণ্টা পর উষ্ণ গরম জল দিয়ে ধুয়ে ফেলুন চুল।
5. খুশকির সমস্যা দূর করতে খুশকির শ্যাম্পুর সাথে ২টি অ্যাসপ্রিন ট্যাবলেট মিশিয়ে মাথায় লাগিয়ে রেখে দিন। কিছুক্ষণ পর মাথা ধুয়ে ফেলুন। এতে ভালো উপকার পাবেন।