যৌন পর্যটনের সুবিধা রয়েছে কোন দেশ গুলিতে?

নিউজ ডেস্ক –  বর্তমানে সেক্স এমন একটা জিনিস যা প্রত্যেকটি মানুষের প্রয়োজন সেটি বৈধ হোক কিংবা অবৈধ। বর্তমানে বেশি সেক্স করার মনোবৃত্তি দেখা যায় নিঃসঙ্গ ব্যক্তিদের ক্ষেত্রে। ‌ এমন বহু লোক রয়েছে যারা অবৈধভাবে সেক্স করে। কিন্তু সে সকল ব্যক্তির জন্য বর্তমানে তৈরি হয়েছে সেক্স টুরিজম। এমন কতগুলি দেশ রয়েছে যেখানে সেক্স টুরিজম বৈধভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। 

এই দেশ গুলি হল সোসুয়া ও বোকা চিকা। এছাড়াও পান্তা কানা এবং পুয়ের্তো প্লাটার সহ আরও বেশকিছু শহর আছে যেখানে ‌যৌন পর্যটনের সুবিধা রয়েছে। এই সকল শহরে যৌনতার ক্ষুধা বাড়ানোর জন্য সেক্স ট্যুরিজম স্পট নির্মাণ করা হয়েছে দৃষ্টি নন্দন রিসোর্ট ও নির্জন সমুদ্র সৈকতের মতোন স্থানগুলিতে। এখানে প্রকৃতির সৌন্দর্যের মধ্যে নির্জন নিভৃতে নিজের সঙ্গীর সঙ্গে মিলনের সুবিধা হয় সকল যৌনক্ষুদা ব্যক্তিদের। এই সকল দেশ গুলিতে একটি সুবিধা হলো এখানে সেক্স টুরিজম বৈধ অর্থাৎ কোনো রকম লুকোচুপি করার প্রয়োজন পড়ে না। তাই যে সকল ব্যক্তিরা যৌনতার জন্য উদগ্রীব তারা এই দেশগুলোতে এসে সেক্স  ট্যুরিজমের সুবিধা উপভোগ করতে পারে।

Leave a Reply

Your email address will not be published.