ঘরোয়া উপকরণ চুল সিল্কি করার পাশাপাশি চুল ভালো রাখতে পেয়াজ, ডিম এবং অ্যালোভেরার ব্যবহার জেনে রাখুন
নিউজ ডেস্কঃ সিল্কি চুল পেতে কে না চায়। বর্তমান দিনে মেয়েরা স্টাইল এর জন্য সিল্কি চুল পছন্দ করে। তাই সিল্কি চুল করার জন্য বাইরে নানান ধরনের প্রোডাক্ট ব্যবহার করে। কিন্তু এই প্রোডাক্ট গুলি যে কতটা ক্ষতিকারক আমাদের চুলের পক্ষে সেটা তৎক্ষণাৎ বুঝতে না পারলেও পরে বুঝতে পারা যায়। এই বাইরের প্রোডাক্টগুলো আমাদের চুল সিল্কি হয়তো করে কিন্তু তা চুলেরও ক্ষতি করে। চুল সিল্কি করার জন্য বাইরের প্রোডাক্ট ব্যবহার না করে ঘরের কিছু উপকরণ ব্যবহার করে চুল সিল্কি করতে পারেন। এই ঘরোয়া উপকরণ চুল সিল্কি করার পাশাপাশি চুল ভালো রাখে। তাহলে জেনে নিন ঘরোয়া কি উপকরণ দিয়ে চুল সিল্কি করবেন।
চুল সিল্কি করতে আগের দিন রাত্রে বেলায় অ্যালোভেরা থেকে জেল বের করে নিয়ে সেটিকে চুলে লাগিয়ে রাখুন। এবং পরের দিন সকালে শ্যাম্পু করে ফেলুন।
যাদের ড্রাই হেয়ার তারা সপ্তাহে অন্তত দুদিন মাথা অলিভ অয়েল লাগান।
চুলকে বাউন্সি করার জন্য একটি হেয়ার প্যাক লাগান। এতে চুল সফটও হবে। এই প্যাকটি বানানোর জন্য একটি পাত্র দুই চামচ অল্প দুধ ও মধু মিশিয়ে চুলে লাগান।
চুলের পুষ্টি বৃদ্ধি করতে ডিমের বিকল্প পাওয়া যায় না।
চুল পড়া সমস্যা দূর করতে পেঁয়াজের রস ব্যবহার করুন। এতে চুল পড়া বন্ধ হওয়ার পাশাপাশি নতুন চুল গজাবে।
তেল আমাদের চুলের জন্য খুবই জরুরী। তাই রোজ রাতে শোয়ার আগে অল্প নারকেল তেল চুলে লাগিয়ে রেখে দিন। এটি আপনার চুল ভালো রাখতে সাহায্য করবে।