পাখিদের সঙ্গে উড্ডয়ন করার ক্ষমতা রয়েছে কোন প্রজাতির সাপের?
নিউজ ডেস্ক – গোটা পৃথিবীতে মূলত একটি মাত্র প্রাণীর উপস্থিতি দেখা যায় তারা আকাশে উড়তে পারে। সেটি হচ্ছে পাখি। তবে এখন থেকে পাখির সঙ্গে পাল্লা দিয়ে আকাশে উড়তে দেখা যাবে সাপকেও। বিষয়টি অদ্ভুত হলেও সত্যি। এমনই এক বিরল প্রজাতির সাপের উদাহরণ পাওয়া গিয়েছে ভার্জিনিয়ায়। গবেষকরাও এই বিষয়টিকে সত্য বলেই বিবেচিত করেছেন। এই অদ্ভুত সাপটির বিরল প্রজাতির নাম হল ক্রিসোফিলিয়া প্যারাডিসি।
ভার্জিনিয়া টেকের পক্ষ থেকে একটি গবেষণার ফল প্রকাশে জানানো হয়েছে, এই প্রজাতির সাপ গুলি এতটাই ক্ষমতাশীল হয় যে তারা মাটিতে চলাফেরার পাশাপাশি আকাশে উড়তে পারে। এমনকি নিজেদের লক্ষ্য স্থির করা বস্তুর উপর ঝাঁপিয়ে পড়তে পারে। যেহেতু এই প্রজাতির সাপ গুলির ওড়ার ক্ষমতা রয়েছে তাদের আটক করা বড়ই দুষ্কর। বিজ্ঞানী আইজ্যাক ইয়েটনের বক্তব্য অনুসারে সবগুলোই বিশেষ কিছু ক্ষমতার জোড়ে এরা হাওয়ায় ওড়ার ক্ষমতা পায়। তবে সেই ক্ষমতা কোথা থেকে আসছে সেই উৎসর খোঁজে রিসার্চ জারি বিজ্ঞানীদের।