গ্রিন টি থেকে পাতি লেবু। চুল পড়ার থেকে মুক্তি যে জিনিস গুলি ব্যবহার করা উচিৎ
নিউজ ডেস্কঃ অয়েলি চুল মানেই চিপচিপে একটি ব্যাপার যা খুবই অস্বস্তিকর।তাই অয়েলি চুল একদমই পছন্দের নয় কারন এতে চুল দেখতে খুব একটা ভালো লাগে না।এই অয়েলি চুল দেখতে যেমন ভালো লাগে না ঠিক তেমনই এতে চুল পড়ে যাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়।কারন স্ক্যাল্পের তৈলাক্ত ভাবের সঙ্গে বাইরের ধুলো-বালি মিশে যায় যার ফলে তা চুলের গোড়ায় গিয়ে জমে চুল পরার সমস্যার সৃষ্টি করে।তাই অয়েলি চুলের সমস্যাটি দূর করা খুবই জরুরী।কিন্তু কিভাবে এটায় ভাবছেন তো? এরও কিছু উপায় আছে আর সেগুলিই জেনে নিন।
১) গ্রিন টি-এই সমস্যা থেকে মুক্তি দিতে গ্রিন টি খুবই কার্যকর।কারন গ্রিন টিতে থাকা অ্যান্টি অক্সিডেন্ট যা মাথার তালু থেকে অতিরিক্ত তেল নিঃসরণে বাধা দেয়।যার ফলে এই সমস্য দূর হয়।তাই স্নান করার পর গ্রিন টি-এর লিকার স্ক্যাল্পে ভাল করে মাসাজ করে ৫ মিনিট রেখে দিন।তারপর চুল ধুয়ে নিন।এর ফলাফল আপনারা হাতেনাহাতে পাবেন।
২) পাতি লেবু- অয়েলি চুলের সমস্যা দূর করতে হলে একটি পাত্রে একটা গোটা পাতিলেবু নিয়ে তাতে এক কাপ জলে মিশিয়ে নিন।তারপর রোজ স্নানের পর চুলের গোড়ায় ভাল করে মাসাজ করে নিন।এরপর চুল ভাল করে ধুয়ে ফেলবেন।কারন এই সমস্যা দূর করতে পাতি লেবু খুবই কার্যকরী।
৩) অ্যালোভেরা জেল- চুলের যেকোনো ধরনের সমস্যা দূর করতে অ্যালোভেরা জেলের জুড়ি মেলার ভার।তাই অয়েলি চুলের সমস্যা দূর করতে ১ কাপ জল নিয়ে তাতে ১ টেবিল চামচ লেবুর রস ও ২-টেবিল চামচ অ্যালোভেরা জেল ভালো করে মিশিয়ে নিন। তারপর স্নানের আগে ওই মিশ্রনটি ভালো করে মাথায় লাগিয়ে ৫ মিনিট রেখে দিন।তারপর শ্যাম্পু করে ধুয়ে ফেলুন।এই পদ্ধতিতে সপ্তাহে ২দিন ব্যবহার করুন এতে ভালো উপকার পাবেন।
৪) ওটমিল-অয়েলি চুলের সমস্যা দূর করতে কিছুটা ওটস নিয়ে তাতে পরিমাণ মতো গরম জল নিয়ে ভালো করে মিশিয়ে নিন।তারপর ওই পেস্টটি ঠান্ডা করে মাথায় ভালো করে ১০ মিনিটের জন্য লাগিয়ে রেখে দিন।তারপর শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। এতে ভালো উপকার পাবেন।
এই সমস্যা দূর করার জন্য এই পদ্ধতিগুলি খুবই কার্যকরী।