ডায়াবেটিসের সমস্যা কমাতেও সাহায্য করে। থানকুনি পাতার অসাধারন ৭ টি উপকারিতা
নিউজ ডেস্কঃ পেটে সমস্যার থেকে মুক্তি দেওয়ার জন্য থানকুনি পাতার ভূমিকা সম্পর্কে বেশি কিছু বলার দরকার নেই।কারন এই বিষয়ে সবাই জানে।কিন্তু আপনারা কি এটা জানেন যে পেটে সমস্যা দূর করা ছাড়াও আরও অনেক শারীরিক সমস্যা দূর করতে সাহায্য করে এই পাতা।শুধু শারীরিক সমস্যা কেন আমাদের ত্বক এবং চুলের নানান ধরনের সমস্যা দূর করতে বিশেষভাবে কার্যকরী। তাই স্বাস্থ্য , ত্বক , চুল সব ক্ষেত্রে থানকুনি পাতার প্রয়োজনীয়তা খুবই গুরুত্বপূর্ণ।তাই সুস্থ থাকতে হলে অবশ্য থানকুনি পাতা খান এবং তার সাথে জেনে নিন এই পাতার কিছু উপকারিতা সম্পর্কে।
১) আপনি কি পেটের সমস্যায় ভুগছেন? এই পেটে সমস্যা থেকে মুক্তি দিতে থানকুনি পাতার বিকল্প হয় তাই এই সমস্যা থেকে মুক্তি দিতে সকাল বেলা খালি পেটে কয়েকটা থানকুনি পাতা চিবিয়ে খান।এতে ভাল উপকার পাবেন৷
২) থানকুনি পাতা আমাদের শরীরে নানান ধরনের সমস্যা যেমন- আলসার, হাঁপানি, নানাধরনের চর্মরোগ ইত্যাদি থেকে মুক্তি দিতে সাহায্য করে।তাই নিয়মিত থানকুনি পাতা খান৷
৩) ত্বকের জন্যও খুব উপকারি এই পাতা।এই পাতার রস ত্বকের সমস্যা দূর করে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে সাহায্য করে।
৪) শুধু ত্বক বা স্বাস্থ্য নয় চুলের জন্যও খুব উপকারী এই পাতা।থানকুনি পাতা চুল পড়া রোধ করতে এবং নতুন চুল গজাতে সাহায্য করে৷
৫) লাবণ্য বাড়াতে হলে এক গ্লাস দুধে ৫ থেকে ৬ ফোটা থানকুনি পাতার রস মিশিয়ে খান।এতে ভালো ফল পাবেন।
৬) থানকুনি পাতা দাঁতের ব্যথা কমাতেও সাহায্য করে।
৭) যাদের ডায়াবেটিসের সমস্যা আছে তাদের পক্ষে থানকুনি পাতা খুবই কার্যকরী।কারন এই পাতা ডায়াবেটিস নিয়ন্ত্রনে রাখতে সাহায্য করে।তাই যারা ডায়াবেটিস রোগী তারা দিনে দু’বার থানকুনির রস খান।এতে আপনারা ভালো উপকারি পাবেন।